ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এক ম্যাচে সাকিবের দুই রেকর্ড

  • পোস্ট হয়েছে : ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • 33

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একসঙ্গে দারুণ দুটি রেকর্ড স্পর্শ করেছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। প্রথম ওয়ানডের মতো ও ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ঠিকই সাফল্য পেয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। ৯ ওভার বোলিং করে ৩৮ রান খরচায় দুই উইকেট তুলে নিয়েছেন সাকিব।

এতোদিন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে উইকেট ছিল মাশরাফি বিন মুর্তজার। ২১৮ ওয়ানডেতে ২৬৯ উইকেট নিয়ে সবার ওপরে ছিলেন সাবেক অধিনায়ক ম্যাশ। গতকাল দুই উইকেট নিয়ে মাশরাফির পাশে বসলেন সাকিব। ক্যারিয়ারের ২১১তম ওয়ানডে খেলতে নেমে ২৬৯তম উইকেটের দেখা পেয়েছেন তারকা অলরাউন্ডার।

অন্য একটি রেকর্ডে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে ধরে ফেলেছেন সাকিব। আন্তর্জাতিক ওয়ানডেতে এক মাঠে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছিল ওয়াসিম আকরামের দখলে। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচে ১২২ উইকেট নিয়েছিলেন পাকিস্তানি কিংবদন্তি। সাকিব তাকে ধরে ফেলেছেন সাকিব। মিরপুরে ৮৪তম ওয়ানডেতে ১২২তম উইকেটের দেখা পেয়েছেন বাঁহাতি অলরাউন্ডার।

অর্থাৎ আর একটি উইকেট পেলেই মাশরাফি, ওয়াসিমকে ছাড়িয়ে রেকর্ড দুটি নিজের দখলে নিবেন সাকিব। আগামী ২৮ মে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। সাকিব নিশ্চয় চাইবেন, সেদিনই রেকর্ডটা তার একার হয়ে যাক।

বিজনেস আওয়ার/২৬ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এক ম্যাচে সাকিবের দুই রেকর্ড

পোস্ট হয়েছে : ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একসঙ্গে দারুণ দুটি রেকর্ড স্পর্শ করেছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। প্রথম ওয়ানডের মতো ও ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ঠিকই সাফল্য পেয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। ৯ ওভার বোলিং করে ৩৮ রান খরচায় দুই উইকেট তুলে নিয়েছেন সাকিব।

এতোদিন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে উইকেট ছিল মাশরাফি বিন মুর্তজার। ২১৮ ওয়ানডেতে ২৬৯ উইকেট নিয়ে সবার ওপরে ছিলেন সাবেক অধিনায়ক ম্যাশ। গতকাল দুই উইকেট নিয়ে মাশরাফির পাশে বসলেন সাকিব। ক্যারিয়ারের ২১১তম ওয়ানডে খেলতে নেমে ২৬৯তম উইকেটের দেখা পেয়েছেন তারকা অলরাউন্ডার।

অন্য একটি রেকর্ডে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে ধরে ফেলেছেন সাকিব। আন্তর্জাতিক ওয়ানডেতে এক মাঠে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছিল ওয়াসিম আকরামের দখলে। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচে ১২২ উইকেট নিয়েছিলেন পাকিস্তানি কিংবদন্তি। সাকিব তাকে ধরে ফেলেছেন সাকিব। মিরপুরে ৮৪তম ওয়ানডেতে ১২২তম উইকেটের দেখা পেয়েছেন বাঁহাতি অলরাউন্ডার।

অর্থাৎ আর একটি উইকেট পেলেই মাশরাফি, ওয়াসিমকে ছাড়িয়ে রেকর্ড দুটি নিজের দখলে নিবেন সাকিব। আগামী ২৮ মে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। সাকিব নিশ্চয় চাইবেন, সেদিনই রেকর্ডটা তার একার হয়ে যাক।

বিজনেস আওয়ার/২৬ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: