বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যাকসন্স স্পিনিংয়ের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২২০০ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৫ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.০৫ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ১.১০ টাকা বা ২২০০ শতাংশ বেড়েছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৩ মাসে (জানুয়ারি-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৪ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.০৩ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.৬১ টাকা বা ২০৩৩ শতাংশ বেড়েছে।
২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.২৬ টাকায়।
বিজনেস আওয়ার/২৭ মে, ২০২১/এস