ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

শেষ ওয়ানডের দলে ডাক পেলেন নাঈম শেখ

  • পোস্ট হয়েছে : ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • 57

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের দলে ডাক পেয়েছেন ওপেনার নাঈম শেখ। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে দলে ছিলেন নাঈম। কিন্তু সেখানে কোনো ম্যাচ না খেলেই দেশে ফেরেন তিনি। এরপর তার জায়গা হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে। কিন্তু শেষ ম্যাচে হুট করেই ডাক পড়ল তার।

তামিম,সৌম্য ও লিটনের পর ওপেনিং পজিশনে দলের চতুর্থ ব্যাটসম্যান হতে যাচ্ছেন নাঈম শেখ, ধারণা করা হচ্ছে, শেষ ম্যাচে লিটন দাসের বদলে তাকেই একাদশে রাখা হবে। কারণ সবশেষ ৮ ইনিংস মিলিয়ে লিটনের রান মাত্র ১০১। চলতি সিরিজের দুই দুই ওয়ানডের একটিতে শূন্য রান করার পর দ্বিতীয়টিতে করেছেন ২৫ রান।

এর আগে বাংলাদেশের জার্সিতে ৯টি টি-টোয়েন্টি খেলা নাঈম শেখের গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল। তবে ওই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪২ ম্যাচে ৪টি সেঞ্চুরি ও ১২টি ফিফটি আছে তার। ৫০ ওভারের ক্রিকেটে তার ব্যাটিং গড় ৪৫.৫২। আছে সেঞ্চুরিও।

বিজনেস আওয়ার/২৭ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শেষ ওয়ানডের দলে ডাক পেলেন নাঈম শেখ

পোস্ট হয়েছে : ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের দলে ডাক পেয়েছেন ওপেনার নাঈম শেখ। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে দলে ছিলেন নাঈম। কিন্তু সেখানে কোনো ম্যাচ না খেলেই দেশে ফেরেন তিনি। এরপর তার জায়গা হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে। কিন্তু শেষ ম্যাচে হুট করেই ডাক পড়ল তার।

তামিম,সৌম্য ও লিটনের পর ওপেনিং পজিশনে দলের চতুর্থ ব্যাটসম্যান হতে যাচ্ছেন নাঈম শেখ, ধারণা করা হচ্ছে, শেষ ম্যাচে লিটন দাসের বদলে তাকেই একাদশে রাখা হবে। কারণ সবশেষ ৮ ইনিংস মিলিয়ে লিটনের রান মাত্র ১০১। চলতি সিরিজের দুই দুই ওয়ানডের একটিতে শূন্য রান করার পর দ্বিতীয়টিতে করেছেন ২৫ রান।

এর আগে বাংলাদেশের জার্সিতে ৯টি টি-টোয়েন্টি খেলা নাঈম শেখের গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল। তবে ওই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪২ ম্যাচে ৪টি সেঞ্চুরি ও ১২টি ফিফটি আছে তার। ৫০ ওভারের ক্রিকেটে তার ব্যাটিং গড় ৪৫.৫২। আছে সেঞ্চুরিও।

বিজনেস আওয়ার/২৭ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: