ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিপিএলে পুরনো দলে সাকিব

  • পোস্ট হয়েছে : ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • 39

স্পোর্টস ডেস্ক : দুই বছর পর আবারও সিপিএলে খেলবেন টাইগার ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। ২০২১ মৌসুমে তার পুরনো ঠিকানা জ্যামাইকা তালাওয়াসেই তাকে দেখা যাবে। সিপিএল এর অফিসিয়াল পেজ থেকে জানানো হয়েছে, আসন্ন আসরে জ্যামাইকার হয়ে খেলবেন সাকিব আল হসান।

২০১৬ সালে প্রথমবা্বাজ্যামাইকার হয়ে খেলেছিলেন সাকিব। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল তার দল। ফাইনালে গায়ানা অ্যামাজনকে মাত্র ৯৩ রানে বেঁধে ফেলার পেছনে দারুণ অবদান ছিল সাকিবের। ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ২ উইকেট। ব্যাট হাতে নামাই লাগেনি সাকিবের, তার আগেই জিতে যায় তার দল।

২০১৭ সালের আসরেও খেলেন জ্যামাইকার হয়ে। তবে ২০১৮ এবং ১৯ সালে খেলেছিলেন বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে। আগামী ২৮ আগস্ট থেকে শুরু শেষ হবে ১৯ সেপ্টেম্বর। কোভিড পরিস্থিতির কারণে ৩৩টি ম্যাচের সবগুলোই হবে এক ভেন্যু ওয়ার্নার পার্কে।

জামাইকা তালাওয়াশ:
আন্দ্রে রাসেল, সন্দীপ লামিচানে, কার্লোস ব্র্যাথওয়েট, রোভম্যান পাওয়েল, সাকিব আল হাসান, মুজিব উর রহমান, গ্ল্যান ফিলিপস, চ্যাডউইক ওয়ালটন, ওশান টমাস, আসিফ আলী, ফিদেল এডওয়ার্ডস, প্রেস্টন ম্যাকসুইন, জেরামেইন ব্ল্যাকউড, নিকোলাস ক্রিসন, রামাল লুইস, এনক্রুমাহ বোনার, ভেরাসামি পারমৌল ও রায়ান পারসৌড।

বিজনেস আওয়ার/২৭ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সিপিএলে পুরনো দলে সাকিব

পোস্ট হয়েছে : ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১

স্পোর্টস ডেস্ক : দুই বছর পর আবারও সিপিএলে খেলবেন টাইগার ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। ২০২১ মৌসুমে তার পুরনো ঠিকানা জ্যামাইকা তালাওয়াসেই তাকে দেখা যাবে। সিপিএল এর অফিসিয়াল পেজ থেকে জানানো হয়েছে, আসন্ন আসরে জ্যামাইকার হয়ে খেলবেন সাকিব আল হসান।

২০১৬ সালে প্রথমবা্বাজ্যামাইকার হয়ে খেলেছিলেন সাকিব। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল তার দল। ফাইনালে গায়ানা অ্যামাজনকে মাত্র ৯৩ রানে বেঁধে ফেলার পেছনে দারুণ অবদান ছিল সাকিবের। ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ২ উইকেট। ব্যাট হাতে নামাই লাগেনি সাকিবের, তার আগেই জিতে যায় তার দল।

২০১৭ সালের আসরেও খেলেন জ্যামাইকার হয়ে। তবে ২০১৮ এবং ১৯ সালে খেলেছিলেন বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে। আগামী ২৮ আগস্ট থেকে শুরু শেষ হবে ১৯ সেপ্টেম্বর। কোভিড পরিস্থিতির কারণে ৩৩টি ম্যাচের সবগুলোই হবে এক ভেন্যু ওয়ার্নার পার্কে।

জামাইকা তালাওয়াশ:
আন্দ্রে রাসেল, সন্দীপ লামিচানে, কার্লোস ব্র্যাথওয়েট, রোভম্যান পাওয়েল, সাকিব আল হাসান, মুজিব উর রহমান, গ্ল্যান ফিলিপস, চ্যাডউইক ওয়ালটন, ওশান টমাস, আসিফ আলী, ফিদেল এডওয়ার্ডস, প্রেস্টন ম্যাকসুইন, জেরামেইন ব্ল্যাকউড, নিকোলাস ক্রিসন, রামাল লুইস, এনক্রুমাহ বোনার, ভেরাসামি পারমৌল ও রায়ান পারসৌড।

বিজনেস আওয়ার/২৭ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: