ঢাকা , সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

টিউশনি করে সংসার চালানো সেই মুনিফাই এখন পরিবারের বোঝা!

  • পোস্ট হয়েছে : ১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
  • 40

বিজনেস আওয়ার প্রতিবেদক : পড়াশোনার পাশাপাশি নিয়মিত টিউশনি করে অভাবী বাবা-মায়ের সংসারে বড় ছেলের দায়িত্ব পালন করে আসছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ বর্ষে অধ্যয়নরত কানিজ মুনিফা আকতারি। তার ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করে একজন ফরেইন বিসিএস ক্যাডার হওয়ার। সমাজের মানুষের জন্য কিছু করার।

কিন্তু কে জানত ওর ভাগ্যের এই নির্মম পরিহাস হবে! করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ, নেই টিউশনিও। সারাদিন ঘরে শুয়েই দিন কাটে মুনিফার। কীভাবে চলবে সবকিছু, ও যে আজ মারাত্মকভাবে রোগাক্রান্ত। সম্প্রতি মুনিফার পিত্তথলিতে পাথর ধরা পড়েছে। চিকিৎসক বলেছেন দ্রুত অপারেশন না করলে ক্যানসারে রূপ নিতে পারে। মুনিফার অভিভাবকও মারাত্মক রোগাক্রান্ত। রোগের বোঝা নিয়ে তবুও কষ্ট করে সংসার চালাচ্ছেন তার মা।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথমবর্ষ শেষ হতে না হতেই তার শরীরে এলার্জিজনিত অ্যাজমা, শ্বাসকষ্ট, গ্যাস্ট্রিক ও লিভারে আলসার রোগ ধরা পড়ে। এছাড়া খাদ্যনালী সরু হওয়া, হার্টের সিস্টোলিক ডিসফাংশন, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোরামেও ভুগছেন তিনি। এসব রোগের কারণে তিনি ঠিকমতো বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারেননি। অধিকাংশ সময় বাড়িতে শয্যাশায়ী অবস্থায় দিন কেটেছে তার।

মুনিফার চিকিৎসায় তার অভাবী পরিবারের লক্ষাধিক টাকা খরচ হওয়ায় বর্তমানে তারা নিঃস্ব অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। মুনিফা বর্তমানে কিডনি ও ইউরিনারির জটিল সমস্যায় ভুগছেন। অর্থাভাবে ডায়াগনোসিস সম্ভব হচ্ছে না। সম্প্রতি আল্ট্রাসনোতে তার পিত্তথলিতে পাথর ধরা পড়েছে। ছোট ছোট পাথরে পিত্তথলি ভরে উঠেছে। চিকিৎসক বলেছেন দ্রুত অপারেশন না করলে ক্যান্সারে রূপ নিতে পারে। এমন অবস্থায় অপারেশনসহ চিকিৎসা খরচ ও নিয়মিত ওষুধ সেবন বাবদ অনেক টাকা প্রয়োজন।

জানতে চাইলে মুনিফা বলেন, চিকিৎসক বলেছেন পিত্তথলির অপারেশন করাতে হলে অন্যরোগের চিকিৎসা আগে প্রয়োজন। কিডনিতে ব্যথা, ইউরিনারিসহ অন্যান্য রোগ কিছুটা উপশম হলে অপারেশন করানো যাবে। এমপ্ন অবস্থায় আমার এ অভাবী পরিবারের পক্ষে এতো চিকিৎসা ব্যয় বহন করা অসম্ভব। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে আমি হয়তো নতুন জীবন ফিরে পাব। আর সেই সাথে আমার পরিবারও মুক্তি পাবে।

মুনিফাকে সাহায্য পাঠাতে- এক্সিম ব্যাংকঃ নিজস্ব অ্যাকাউন্ট- ০২২১২১০০২০৪৬১৮ (কানিজ মুনিফা আকতারি)

বিদেশ থেকে সাহায্য পাঠাতে- এক্সিম ব্যাংক বাংলাদেশ লিমিটেড, অ্যাকাউন্ট নম্বর: ০২২১২১০০২০৪৬১৮, অ্যাকাউন্টের নাম: Kanij Munifa Aktari, ব্রাঞ্চ: যশোর, ব্রাঞ্চ কোড: ০২২, SWIFT code: EXBKBDDH, রুটিন নাম্বার : ১০০৪১০৯৪৫

বিকাশ/নগদ- ০১৯৩৪৮১৯৮৩০, বিকাশ- ০১৯২৭১৬৯৪৫৩

বিজনেস আওয়ার/৩০ মে, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টিউশনি করে সংসার চালানো সেই মুনিফাই এখন পরিবারের বোঝা!

পোস্ট হয়েছে : ১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : পড়াশোনার পাশাপাশি নিয়মিত টিউশনি করে অভাবী বাবা-মায়ের সংসারে বড় ছেলের দায়িত্ব পালন করে আসছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ বর্ষে অধ্যয়নরত কানিজ মুনিফা আকতারি। তার ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করে একজন ফরেইন বিসিএস ক্যাডার হওয়ার। সমাজের মানুষের জন্য কিছু করার।

কিন্তু কে জানত ওর ভাগ্যের এই নির্মম পরিহাস হবে! করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ, নেই টিউশনিও। সারাদিন ঘরে শুয়েই দিন কাটে মুনিফার। কীভাবে চলবে সবকিছু, ও যে আজ মারাত্মকভাবে রোগাক্রান্ত। সম্প্রতি মুনিফার পিত্তথলিতে পাথর ধরা পড়েছে। চিকিৎসক বলেছেন দ্রুত অপারেশন না করলে ক্যানসারে রূপ নিতে পারে। মুনিফার অভিভাবকও মারাত্মক রোগাক্রান্ত। রোগের বোঝা নিয়ে তবুও কষ্ট করে সংসার চালাচ্ছেন তার মা।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথমবর্ষ শেষ হতে না হতেই তার শরীরে এলার্জিজনিত অ্যাজমা, শ্বাসকষ্ট, গ্যাস্ট্রিক ও লিভারে আলসার রোগ ধরা পড়ে। এছাড়া খাদ্যনালী সরু হওয়া, হার্টের সিস্টোলিক ডিসফাংশন, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোরামেও ভুগছেন তিনি। এসব রোগের কারণে তিনি ঠিকমতো বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারেননি। অধিকাংশ সময় বাড়িতে শয্যাশায়ী অবস্থায় দিন কেটেছে তার।

মুনিফার চিকিৎসায় তার অভাবী পরিবারের লক্ষাধিক টাকা খরচ হওয়ায় বর্তমানে তারা নিঃস্ব অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। মুনিফা বর্তমানে কিডনি ও ইউরিনারির জটিল সমস্যায় ভুগছেন। অর্থাভাবে ডায়াগনোসিস সম্ভব হচ্ছে না। সম্প্রতি আল্ট্রাসনোতে তার পিত্তথলিতে পাথর ধরা পড়েছে। ছোট ছোট পাথরে পিত্তথলি ভরে উঠেছে। চিকিৎসক বলেছেন দ্রুত অপারেশন না করলে ক্যান্সারে রূপ নিতে পারে। এমন অবস্থায় অপারেশনসহ চিকিৎসা খরচ ও নিয়মিত ওষুধ সেবন বাবদ অনেক টাকা প্রয়োজন।

জানতে চাইলে মুনিফা বলেন, চিকিৎসক বলেছেন পিত্তথলির অপারেশন করাতে হলে অন্যরোগের চিকিৎসা আগে প্রয়োজন। কিডনিতে ব্যথা, ইউরিনারিসহ অন্যান্য রোগ কিছুটা উপশম হলে অপারেশন করানো যাবে। এমপ্ন অবস্থায় আমার এ অভাবী পরিবারের পক্ষে এতো চিকিৎসা ব্যয় বহন করা অসম্ভব। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে আমি হয়তো নতুন জীবন ফিরে পাব। আর সেই সাথে আমার পরিবারও মুক্তি পাবে।

মুনিফাকে সাহায্য পাঠাতে- এক্সিম ব্যাংকঃ নিজস্ব অ্যাকাউন্ট- ০২২১২১০০২০৪৬১৮ (কানিজ মুনিফা আকতারি)

বিদেশ থেকে সাহায্য পাঠাতে- এক্সিম ব্যাংক বাংলাদেশ লিমিটেড, অ্যাকাউন্ট নম্বর: ০২২১২১০০২০৪৬১৮, অ্যাকাউন্টের নাম: Kanij Munifa Aktari, ব্রাঞ্চ: যশোর, ব্রাঞ্চ কোড: ০২২, SWIFT code: EXBKBDDH, রুটিন নাম্বার : ১০০৪১০৯৪৫

বিকাশ/নগদ- ০১৯৩৪৮১৯৮৩০, বিকাশ- ০১৯২৭১৬৯৪৫৩

বিজনেস আওয়ার/৩০ মে, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: