স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের ম্যাচ খেলতে কাতারে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। সেখানে করোনা পরীক্ষা দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা এবং স্টাফরা।
করোনা পরীক্ষায় সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল দলের টিম ম্যানেজার ইকবাল হোসেন।
তিনি বলেন, কাতারে পৌঁছে আমরা কোভিড পরীক্ষার নমুনা দিয়েছিলাম। গতকাল শনিবার রিপোর্ট এসেছে। সবাই নেগেটিভ।বিকাল থেকে আমরা মাঠের অনুশীলন শুরু করেছি।
উল্লেখ্য, সূচি অনুযায়ী ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে আগামী ৩ জুন নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে খেলবে জামালরা।
বিজনেস আওয়ার/৩০ মে, ২০২০/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: