ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিপিএলের সূচিতে পরিবর্তনের অনুরোধ ক্রিকেট ইন্ডিয়ার

  • পোস্ট হয়েছে : ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
  • 34

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনার হানার কারণে মাঝ পথেই থমকে যায় আইপিএল। কিছুদিন আগেই বিসিসিআই জানিয়েছে, আগামী সেপ্টেম্বর-অক্টোবরে মাঠে গড়াবে বিশ্বের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু ২৮ আগস্ট থেকে সিপিএল শুরু হওয়ার কথা রয়েছে। যা শেষ হবে ১৯ সেপ্টেম্বর। এর কারণে সিপিএলের সূচিতে পরিবর্তন আনতে অনুরোধ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

জানা গেছে, ২৮ আগস্ট থেকে শুরু হওয়ার কথা সিপিএলের। ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ১৯ সেপ্টেম্বর। একই সময়ে আইপিএল ও সিপিএল আয়োজন হলে বিপাকে পড়তে হবে ভারতীয় বোর্ডকে। আইপিএলের জৌলুসের বড় অংশজুড়েই থাকেন ক্রিস গেইল, কাইরন পোলার্ডরা।

ক্যারিবিয়ান এই তারকাদের আইপিএলের শুরু থেকেই পেতে চায় ভারতীয় বোর্ড। তাই উইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে সিপিএলের সূচিতে কিছুটা বদল আনার অনুরোধ জানিয়েছে ভারতীয় বোর্ড। বিষয়টি পিটিআইকে জানিয়েছেন এক শীর্ষ কর্মকর্তা।

তিনি বলেন, ‘আমরা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছি। আশা করা হচ্ছে যদি সিপিএল কিছুদিন আগে শেষ করা সম্ভব হয়, তবে ক্রিকেটারদের এক বলয় থেকে দুবাইয়ের আরেক বলয়ে সময়মতো আনা যাবে ও টুর্নামেন্ট শুরুর আগে তাঁদের তিনদিনের আবশ্যক নিভৃতবাসও সম্পূর্ণ হয়ে যাবে।’

বিজনেস আওয়ার/৩১ মে, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সিপিএলের সূচিতে পরিবর্তনের অনুরোধ ক্রিকেট ইন্ডিয়ার

পোস্ট হয়েছে : ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনার হানার কারণে মাঝ পথেই থমকে যায় আইপিএল। কিছুদিন আগেই বিসিসিআই জানিয়েছে, আগামী সেপ্টেম্বর-অক্টোবরে মাঠে গড়াবে বিশ্বের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু ২৮ আগস্ট থেকে সিপিএল শুরু হওয়ার কথা রয়েছে। যা শেষ হবে ১৯ সেপ্টেম্বর। এর কারণে সিপিএলের সূচিতে পরিবর্তন আনতে অনুরোধ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

জানা গেছে, ২৮ আগস্ট থেকে শুরু হওয়ার কথা সিপিএলের। ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ১৯ সেপ্টেম্বর। একই সময়ে আইপিএল ও সিপিএল আয়োজন হলে বিপাকে পড়তে হবে ভারতীয় বোর্ডকে। আইপিএলের জৌলুসের বড় অংশজুড়েই থাকেন ক্রিস গেইল, কাইরন পোলার্ডরা।

ক্যারিবিয়ান এই তারকাদের আইপিএলের শুরু থেকেই পেতে চায় ভারতীয় বোর্ড। তাই উইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে সিপিএলের সূচিতে কিছুটা বদল আনার অনুরোধ জানিয়েছে ভারতীয় বোর্ড। বিষয়টি পিটিআইকে জানিয়েছেন এক শীর্ষ কর্মকর্তা।

তিনি বলেন, ‘আমরা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছি। আশা করা হচ্ছে যদি সিপিএল কিছুদিন আগে শেষ করা সম্ভব হয়, তবে ক্রিকেটারদের এক বলয় থেকে দুবাইয়ের আরেক বলয়ে সময়মতো আনা যাবে ও টুর্নামেন্ট শুরুর আগে তাঁদের তিনদিনের আবশ্যক নিভৃতবাসও সম্পূর্ণ হয়ে যাবে।’

বিজনেস আওয়ার/৩১ মে, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: