বিজনেস আওয়ার প্রতিবেদক : ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজম্যান্ট অ্যাকাউন্টেন্ট অব বাংলাদেশকে (আইসিএমএবি) শিল্পায়ন ও ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা ও সুযোগ বিষয়ে রচিত বই উপহার দিয়েছেন আবু সাঈদ মোঃ শায়খুল ইসলাম। বইটি ছাত্র-ছাত্রীদের অধ্যায়নের জন্য রেফারেন্স বই হিসাবে ব্যবহৃত হবে।
জানা গেছে, গতকাল শনিবার আইসিএমএবি’র কাউন্সিল কক্ষে বইটির রচিয়তা আবু সাঈদ মোঃ শায়খুল ইসলাম ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজম্যান্ট অ্যাকাউন্টেন্ট অব বাংলাদেশের (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট জনাব আবু বকর ছিদ্দিক এফসিএমএ এর নিকট ২০টি বই প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্টদ্বয় জনাব মোঃ মামুনুর রশিদ এফসিএমএ ও জনাব মোঃ মনিরুল ইসলাম এফসিএমএ, সাবেক প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ, সাবেক ট্রেজারার জনাব মোঃ আলী হায়দার চৌধুরী এফসিএমএ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) প্রেসিডেন্ট জনাব এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ।
সম্প্রতি বাংলাদেশে শিল্পায়ন ও ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা ও সুযোগ বিষয়ে প্রকাশিত বইয়ের রচিয়তা আইসিএমএবি’র সাবেক সভাপতি জনাব আবু সাঈদ মোঃ শায়খুল ইসলাম এফসিএমএ বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেছেন। বইটিতে বাংলাদেশের শিল্পনীতি, বিনিয়োগ প্রনোদনা, আমদানী-রপ্তানী নীতি ও পদ্ধতি আয়কর, বিদেশী বিনিয়োগ, পাবলিক- প্রাইভেটপার্টনারশীপ, মূলধন সংগ্রহ ইত্যাদি সর্ম্পক্যে তুলে ধরা হয়েছে।
এ প্রসঙ্গে শায়খুল ইসলাম জানান, বইটি ব্যবসা প্রশাসন, বানিজ্য এবং হিসাব ও অর্থ ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের বাস্তব ভিত্তিক জ্ঞান অর্জন সহায়তা করবে। যার ফলে শিক্ষা জীবন শেষে চাকুরী জীবনের বাস্তবতা খুব বেশি অপরিচিত হবে না এবং বাস্তবতার সাথে সহজেই পরিচিত হয়ে উঠবে। একই সঙ্গে কাজের বিষয় গুলোর সাথে শিক্ষার মিল খুজে পাবে।
বিজনেস আওয়ার/৩১ মে, ২০২০/এ