বিজনেস আওয়ার প্রতিবেদক : কলম্বিয়া এবং আর্জেন্টিনাকে বাদ দিয়ে শেষ পর্যন্ত শতবর্ষের মহাদেশীয় ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকা এবার ব্রাজিলে হচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল সংস্থা কনমেবল।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে কনমেবল বলেছে, ‘কনমেবল কোপা আমেরিকা ২০২১ এর খেলা হবে ব্রাজিলে। টুর্নামেন্ট শুরু ও শেষে তারিখ আগেই নিশ্চিত হয়েছে। ভেন্যু ও ম্যাচের সূচি পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে কনমেবল জানিয়ে দেবে। বিশ্বের সবচেয়ে পুরোনো জাতীয় দলের টুর্নামেন্ট পুরো মহাদেশকে রোমাঞ্চিত করবে।’
গত আগে ২০ মে কলম্বিয়া আয়োজক দেশের মর্যাদা হারায়। আর্জেন্টিনাতেও হচ্ছে না এই টুর্নামেন্ট, ছোট বিবৃতি দেয় কনমেবল, বর্তমান পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত। তবে কারণটা খোলাসা করেনি সংস্থাটি
বেলা গড়াতে তারা জানালো, টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা হবে ব্রাজিলে। ২০১৯ সালে সবশেষ আসরে ব্রাজিল ঘরের মাঠে এক যুগের শিরোপা খরা ঘুচিয়ে দেয় পেরুকে ফাইনালে হারিয়ে। এখনও ভেন্যু চূড়ান্ত করেনি কনমেবল।
বিজনেস আওয়ার/০১ জুন, ২০২১/কমা