স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ ওপেনে সংবাদ সম্মেলনে না আসায় ১৫ হাজার মার্কিন ডলার জরিমানা গুনতে হয় চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাওমি ওসাকাকে। শেষমেশ নিজেকে টুর্নামেন্ট থেকে সরিয়েই নিয়েছেন তিনি। ব্যক্তিগত কারনেই তিনি টুর্নামেন্ট ছাড়লেন বলে জানিয়েছেন।
ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতিতে তিনি লিখেন, ‘আমার মনে হয়েছে টুর্নামেন্ট, অন্য খেলোয়াড় আর নিজের ভালোর জন্যেই আমাকে সরে দাঁড়ানো উচিত। এখন থেকে টেনিসেই সবার মনোযোগ থাকবে। আমি কারো সমস্যা হয়ে থাকতে চাই না। তবে বিষয়টা আরও পরিষ্কার করা উচিত ছিল আমার।’
তিনি আরও জানান, সেই ২০১৮ সালের ইউএস ওপেন থেকেই মানসিক অবসাদ সঙ্গে নিয়ে ঘুরছেন তিনি। সেটাকে আরও বাড়িয়ে দিতে চান না বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন সংবাদ সম্মেলনে না আসার। তবে টুর্নামেন্টের চুক্তিতে সই করার সময়েই খেলোয়াড়দের কাছ থেকে সংবাদ সম্মেলনে আসার বিষয়ে দায়িত্ব চলে আসে, সেটা ভঙ্গ করার কারণেই তিনি পড়েছেন জরিমানার মুখে।
বিজনেস আওয়ার/০১ জুন, ২০২০/এ