বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (০১ জুন) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৪টির বা ৪২.০৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন ইউনিট দর সবচেয়ে বেশি কমেছে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ১০.১০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ৯.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির ইউনিট দর ১ টাকা বা ৯.৯০ শতাংশ কমেছে। এর মাধ্যমে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
এছাড়া ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.১৭ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৮.৮২ শতাংশ, ঢাক ব্যাংকের ৬.৮৭ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৪.৯৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৪.৮৭ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৪.৮৬ শতাংশ, তাওফিকা ফডের ৪.৭৭ শতাংশ এবং আফতাব অটোর শেয়ার দর ৪.৭৪ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/০১ জুন, ২০২১/এস