ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারে দুই সাংবাদিকের কারাদণ্ড

  • পোস্ট হয়েছে : ০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
  • 40

বিজনেস আওয়ার প্রতিবেদক : মিয়ানমারের জান্তা শাসিত সরকার দুই সাংবাদিককে সামরিক অভ্যুত্থান নিয়ে কথিত ভুয়া খবর প্রকাশের অভিযোগে কারাদণ্ড দিয়েছে । বহু পুরোনো ঔপনিবেশিক আইন ব্যবহার করে তাদের এ সাজা দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত।

জানা গেছে, মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় মায়েইক শহরের একটি সামরিক আদালত বুধবার ডেমোক্র্যাটিক ভয়েস অব বার্মার (ডিভিবি) সাংবাদিক অং কিয়াউ এবং মিজিমা নিউজের ফ্রিল্যান্সার সাংবাদিক জউ জউকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন।

এক বিবৃতিতে ডিভিবি বলেছে, ‘সামরিক জান্তা অবৈধভাবে অং কিয়াউকে বন্দি রেখেছে। এটি পরিষ্কারভাবে জাতীয় এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’ এ সাংবাদিকের দ্রুত মুক্তি দাবি করেছে সংবাদমাধ্যমটি।

মিজিমা জানিয়েছে, জউ জউ হচ্ছেন অভ্যুত্থান শুরুর পর থেকে বন্দি হওয়া তাদের পঞ্চম সাংবাদিক। সংবাদমাধ্যমটি বলেছে, ‘মিজিমা দৃঢ়ভাবে বিশ্বাস করে, সাংবাদিকতা ও বাকস্বাধীনতা কোনো অপরাধ নয়। আর তাই মিজিমাসহ মিয়ানমারের সকল মিডিয়া আউটলেটকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া উচিত।’

বিজনেস আওয়ার/০৩ জুন, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মিয়ানমারে দুই সাংবাদিকের কারাদণ্ড

পোস্ট হয়েছে : ০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : মিয়ানমারের জান্তা শাসিত সরকার দুই সাংবাদিককে সামরিক অভ্যুত্থান নিয়ে কথিত ভুয়া খবর প্রকাশের অভিযোগে কারাদণ্ড দিয়েছে । বহু পুরোনো ঔপনিবেশিক আইন ব্যবহার করে তাদের এ সাজা দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত।

জানা গেছে, মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় মায়েইক শহরের একটি সামরিক আদালত বুধবার ডেমোক্র্যাটিক ভয়েস অব বার্মার (ডিভিবি) সাংবাদিক অং কিয়াউ এবং মিজিমা নিউজের ফ্রিল্যান্সার সাংবাদিক জউ জউকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন।

এক বিবৃতিতে ডিভিবি বলেছে, ‘সামরিক জান্তা অবৈধভাবে অং কিয়াউকে বন্দি রেখেছে। এটি পরিষ্কারভাবে জাতীয় এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’ এ সাংবাদিকের দ্রুত মুক্তি দাবি করেছে সংবাদমাধ্যমটি।

মিজিমা জানিয়েছে, জউ জউ হচ্ছেন অভ্যুত্থান শুরুর পর থেকে বন্দি হওয়া তাদের পঞ্চম সাংবাদিক। সংবাদমাধ্যমটি বলেছে, ‘মিজিমা দৃঢ়ভাবে বিশ্বাস করে, সাংবাদিকতা ও বাকস্বাধীনতা কোনো অপরাধ নয়। আর তাই মিজিমাসহ মিয়ানমারের সকল মিডিয়া আউটলেটকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া উচিত।’

বিজনেস আওয়ার/০৩ জুন, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: