ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইএক্স ৪০ মাসে সর্বোচ্চ স্থানে

  • পোস্ট হয়েছে : ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
  • 34

বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৩ জুন) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এর মাধ্যমে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচকটি ৩ বছর ৪ মাসের মধ্যে সর্বোচ্চ স্থানে উঠেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩.৪২ পয়েন্টে। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি আজকের থেকে বেশিতে ছিল ডিএসইএক্স সূচকটি। ওইদিন সূচকটি ৬ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছিল। এ হিসেবে ডিএসইর এই সূচকটি ৩ বছর ৩ মাস ১৯ দিন বা ৭৫৭ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ স্থানে উঠেছে।

আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৬৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৯৩.১৭ পয়েন্টে এবং ২ হাজার ২০৩.৫৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ২ হাজার ১৮২ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০৫ কোটি ২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ২৮৭ কোটি ৩২ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৬১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৮৪টির বা ৫০.৯৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১১১টির বা ৩০.৭৫ শতাংশের এবং বাকি ৬৬টির বা ১৮.২৮ তাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০০.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৪৩.৪৮ পয়েন্টে। সিএসইতে আজ ২৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৯টির দর বেড়েছে, কমেছে ১০৫টির আর ৩১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/০৩ জুন, ২০২১/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ডিএসইএক্স ৪০ মাসে সর্বোচ্চ স্থানে

পোস্ট হয়েছে : ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৩ জুন) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এর মাধ্যমে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচকটি ৩ বছর ৪ মাসের মধ্যে সর্বোচ্চ স্থানে উঠেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩.৪২ পয়েন্টে। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি আজকের থেকে বেশিতে ছিল ডিএসইএক্স সূচকটি। ওইদিন সূচকটি ৬ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছিল। এ হিসেবে ডিএসইর এই সূচকটি ৩ বছর ৩ মাস ১৯ দিন বা ৭৫৭ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ স্থানে উঠেছে।

আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৬৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৯৩.১৭ পয়েন্টে এবং ২ হাজার ২০৩.৫৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ২ হাজার ১৮২ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০৫ কোটি ২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ২৮৭ কোটি ৩২ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৬১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৮৪টির বা ৫০.৯৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১১১টির বা ৩০.৭৫ শতাংশের এবং বাকি ৬৬টির বা ১৮.২৮ তাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০০.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৪৩.৪৮ পয়েন্টে। সিএসইতে আজ ২৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৯টির দর বেড়েছে, কমেছে ১০৫টির আর ৩১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/০৩ জুন, ২০২১/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: