বিজনেস আওয়ার প্রতিবেদক : সরকার শেয়ারবাজারকে গতিশীল ও উজ্জীবিত করার লক্ষ্যে নানা সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছে। এছাড়া যুগের সঙ্গে তাল মিলিয়ে আরও কিছু পদক্ষেপ শীঘ্রই বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (০৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃত্বায় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এ কথা বলেছেন।
তিনি বলেন, শেয়ারবাজারে ট্রেজারি বন্ডের লেনদেন চালু করা হবে। এছাড়া আধুনিক শেয়ারবাজারের বিভিন্ন ইন্সট্রুমেন্টের মধ্যে সুকুক, ডেরিভেটিভস, অপশনসের লেনদেন চালু, ওটিসি বুলেটিন বোর্ড চালু, ইটিএফ চালু এবং ওপেন ইন্ড মিউচ্যুয়াল ফান্ড তালিকাভুক্ত করা হবে।
এছাড়া কর্পোরেট কর হার কমানোর বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান অর্থমন্ত্রী। যা বাস্তবায়নের মাধ্যমে ভালো কোম্পানি শেয়ারবাজারে আসবে।
আরও পড়ুন…..
বিভিন্ন বীমা চালুর উদ্যোগ গ্রহণ
তালিকাভুক্ত কোম্পানির কর হার কমানোর প্রস্তাব
বিজনেস আওয়ার/০৩ জুন, ২০২১/আরএ