বিজনেস আওয়ার প্রতিবেদক : জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। বাজেটে প্রতি বছরই কিছু পণ্যের দাম বাড়ে আবার কিছু পণ্যের দাম কমে। এরবারের বাজেটেও কিছু পণ্যে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এসব পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করেন।
বডি স্প্রে ও প্রসাধনী পণ্য, তামাকজাত পণ্য, স্মার্ট ফোন এবং মাশরুমের দাম বাড়তে পারে।
বিজনেস আওয়ার/০৩ জুন, ২০২১/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: