ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গোলশূন্য সমতায় শেষ হলো স্পেন-পর্তুগাল ম্যাচ

  • পোস্ট হয়েছে : ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
  • 40

স্পোর্টস ডেস্ক : ইউরো মাঠে গড়ানোর আগেই প্রস্তুতি সারছে ইউরোপিয়ান দলগুলো। শুক্রবার রাতে স্পেনের মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটিয়ানোতে পর্তুগালের বিপক্ষে মাঠে নামে স্পেন। দুই দলই গোলের জন্য প্রাণপণ লড়াই চালালেও শেষ পর্যন্ত শূন্য হাতেই ম্যাচের ইতি টানতে হয়েছে। গোলশূন্য ড্রও ছিল বেশ রোমাঞ্চকর।

ম্যাচের ২৩তম মিনিটে স্পেনের জালে বল পাঠান পর্তুগালের জোসে ফন্তে। কিন্তু পাউ তরেসকে ফাউল করায় গোল দেননি রেফারি। খানিক পর সুযোগ আসে ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে। তার শট যায় সরাসরি স্পেনের গোলরক্ষক বরাবর। শুরুতে কিছুটা ভুগতে থাকলে ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নেয় স্বাগতিকরা।

খেলার ৫০তম মিনিটে মোরাতা দুর্দান্ত একটি সুযোগ পেলেও দুর্বল শটে নিয়ে করেন হতাশ। খেলার ৫৮তম মিনিটে স্বাগতিকদের হতাশা বাড়ান পাবলো সারাবিয়া। ফাঁকা জাল পেয়েও কাছ থেকে বল উড়িয়ে মারেন। খানিক পর লক্ষ্যভ্রষ্ট হেডে পর্তুগালকে হতাশ করেন রোনালদো। শেষ পর্যন্ত গোলশূন্য সমতাতেই শেষ হয় ম্যাচ।

বিজনেস আওয়ার/০৫ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

গোলশূন্য সমতায় শেষ হলো স্পেন-পর্তুগাল ম্যাচ

পোস্ট হয়েছে : ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১

স্পোর্টস ডেস্ক : ইউরো মাঠে গড়ানোর আগেই প্রস্তুতি সারছে ইউরোপিয়ান দলগুলো। শুক্রবার রাতে স্পেনের মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটিয়ানোতে পর্তুগালের বিপক্ষে মাঠে নামে স্পেন। দুই দলই গোলের জন্য প্রাণপণ লড়াই চালালেও শেষ পর্যন্ত শূন্য হাতেই ম্যাচের ইতি টানতে হয়েছে। গোলশূন্য ড্রও ছিল বেশ রোমাঞ্চকর।

ম্যাচের ২৩তম মিনিটে স্পেনের জালে বল পাঠান পর্তুগালের জোসে ফন্তে। কিন্তু পাউ তরেসকে ফাউল করায় গোল দেননি রেফারি। খানিক পর সুযোগ আসে ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে। তার শট যায় সরাসরি স্পেনের গোলরক্ষক বরাবর। শুরুতে কিছুটা ভুগতে থাকলে ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নেয় স্বাগতিকরা।

খেলার ৫০তম মিনিটে মোরাতা দুর্দান্ত একটি সুযোগ পেলেও দুর্বল শটে নিয়ে করেন হতাশ। খেলার ৫৮তম মিনিটে স্বাগতিকদের হতাশা বাড়ান পাবলো সারাবিয়া। ফাঁকা জাল পেয়েও কাছ থেকে বল উড়িয়ে মারেন। খানিক পর লক্ষ্যভ্রষ্ট হেডে পর্তুগালকে হতাশ করেন রোনালদো। শেষ পর্যন্ত গোলশূন্য সমতাতেই শেষ হয় ম্যাচ।

বিজনেস আওয়ার/০৫ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: