স্পোর্টস ডেস্ক : টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের সাথে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নাম লিখিয়েছিলেন মুস্তাফিজুর রহমানও। করোনার কারণে আইপিএল মাঝ পথে থমকে যাওয়ায় দেশে ফিরে এসেছেন তারা। তবে ফের এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ শুরুর ইঙ্গিত।
সব ঠিক থাকলে সেপ্টেম্বরে আইপিএল এর বাকি ম্যাচগুলি আয়োজিত হবে সংযুক্ত আমিরাতে। ওই সময় আইপিএল হলে বাংলাদেশের দুই তারকা সাকিব-মুস্তাফিজের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এই সময়ে দুজনেরই জাতীয় দলের অ্যাসাইনমেন্ট থাকায় বিসিবি ছাড়বে না বলে ইঙ্গিত দিয়েছে।
এ অবস্থায় খেলতে না গেলে বেতন কাটা হবে সাকিব, মুস্তাফিজদের। বিসিসিআইয়ের এক বোর্ড কর্তা জানিয়েছেন, বিদেশি ক্রিকেটাররা আমিরাতে আইপিএলের বাকি ম্যাচগুলি খেলতে না গেলে, তাদের বেতন কাটা যাবে। যতগুলো ম্যাচ তারা ফ্রাঞ্চাইজিদের সঙ্গে কাটিয়েছেন, চুক্তি মতো সেই পরিমাণ অর্থই পাবেন।
আইপিএলের চুক্তিতেই রয়েছে, কোনও ক্রিকেটার দলের সঙ্গে থাকাকালীন চোট পেলেও তাকে পুরো অর্থ দেওয়া হবে। বিসিসিআই কোনও কারণে টুর্নামেন্ট আয়োজন করতে ব্যর্থ হলেও তারা চুক্তির পুরো অর্থ পেয়ে যাবেন। তবে যদি ক্রিকেটাররা কোনও কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান, তবে যতগুলি ম্যাচে তারা দলের সঙ্গে ছিলেন, সে অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হবে।
চুক্তি অনুযায়ী যে টাকা ছিল তা কেটে নেওয়া প্রসঙ্গে সংশ্লিষ্ট বোর্ড কর্তা বলছিলেন, যদি বিদেশি ক্রিকেটাররা আমিরাতে আইপিএল খেলতে না যান, তবে ফ্র্যাঞ্চাইজিরা চুক্তি অনুযায়ীই তাদের পারিশ্রমিক কেটে নিতে পারে। যতগুলো ম্যাচ তারা দলের সঙ্গে ছিলেন, সেই অনুযায়ী অর্থ দেওয়া হবে তাদের। এর মানে খেলতে না গেলে কমই অর্থ পাবেন সাকিবরা।
বিজনেস আওয়ার/০৫ জুন, ২০২১/এ