ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মনোজ-সারিকার ‘কথা ছিল’

  • পোস্ট হয়েছে : ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • 34

বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘কথা ছিল’ শিরোনামের একটি নাটকে জুটি বেঁধে অভিনিয় করেছেন মনোজ কুমার প্রামাণিক ও সারিকা সাবাহ। জাফরিন সাদিয়ার রচনায় নাটকটি পরিচালনা করেছেন মো. নাজমুল হক বাপ্পী। মনোজ-সারিকা ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- রকি খান, শেহজাদ ওমর প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে— এক বুক শপে আমানের সাথে শারমিনের প্রথম দেখার দিন বই নিয়ে ঝগড়া বেঁধে যায়। আসলে বইটার মাত্র দুটি কপি ছিল ওই লাইব্রেরিটিতে। তার মধ্যে আবার একটা বইয়ের কয়েকটা পাতা প্রিন্ট করা ছিল না। সুতরাং একটাই বই, কিন্তু কে নেবে; এটা নিয়েই একটা তালগোল বেঁধে যায় আমান ও শারমিনের মধ্যে। লাইব্রেরি কর্তৃপক্ষ অতঃপর তাদের কাছে বইটি আর বিক্রি করল না।

একদিন শারমিন ডোনেশন দেওয়ার জন্য কোনো একটা চ্যারিটি স্কুলে আসে। কাকতালীয়ভাবে শারমিনের সাথে আবারও দেখা হয়ে যায় আমানের। কারণ, ওই চ্যারিটি স্কুলের সাথেই যুক্ত ছিল আমান। ওখানে দেখা হওয়ার পর দুজনার মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। একটা পর্যায়ে শারমিন উত্তেজিত হয়ে আমানকে ধাক্কা দেয়। রাস্তার ওপর চলন্ত গাড়ির ধাক্কায় ছিটকে রাস্তার পাশে গিয়ে পড়ে আমান।

সবার সহযোগিতায় তখনই আমানকে হসপিটালে নেওয়া হয়। শারমিন অনেকটা হতবিহ্বল হয়ে পড়ে। আমানের অবস্থার কিছুটা উন্নতি হয়। কিন্তু পঙ্গু হয়ে যায় আমান। শারমিন নিজেকে ক্ষমা করতে পারছে না। সব সময় অনুশোচনায় ভুগতে থাকে শারমিন। এর পর কী ঘটে, তা দেখতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়। সোমবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘কথা ছিল’।

বিজনেস আওয়ার/০৬ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মনোজ-সারিকার ‘কথা ছিল’

পোস্ট হয়েছে : ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১

বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘কথা ছিল’ শিরোনামের একটি নাটকে জুটি বেঁধে অভিনিয় করেছেন মনোজ কুমার প্রামাণিক ও সারিকা সাবাহ। জাফরিন সাদিয়ার রচনায় নাটকটি পরিচালনা করেছেন মো. নাজমুল হক বাপ্পী। মনোজ-সারিকা ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- রকি খান, শেহজাদ ওমর প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে— এক বুক শপে আমানের সাথে শারমিনের প্রথম দেখার দিন বই নিয়ে ঝগড়া বেঁধে যায়। আসলে বইটার মাত্র দুটি কপি ছিল ওই লাইব্রেরিটিতে। তার মধ্যে আবার একটা বইয়ের কয়েকটা পাতা প্রিন্ট করা ছিল না। সুতরাং একটাই বই, কিন্তু কে নেবে; এটা নিয়েই একটা তালগোল বেঁধে যায় আমান ও শারমিনের মধ্যে। লাইব্রেরি কর্তৃপক্ষ অতঃপর তাদের কাছে বইটি আর বিক্রি করল না।

একদিন শারমিন ডোনেশন দেওয়ার জন্য কোনো একটা চ্যারিটি স্কুলে আসে। কাকতালীয়ভাবে শারমিনের সাথে আবারও দেখা হয়ে যায় আমানের। কারণ, ওই চ্যারিটি স্কুলের সাথেই যুক্ত ছিল আমান। ওখানে দেখা হওয়ার পর দুজনার মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। একটা পর্যায়ে শারমিন উত্তেজিত হয়ে আমানকে ধাক্কা দেয়। রাস্তার ওপর চলন্ত গাড়ির ধাক্কায় ছিটকে রাস্তার পাশে গিয়ে পড়ে আমান।

সবার সহযোগিতায় তখনই আমানকে হসপিটালে নেওয়া হয়। শারমিন অনেকটা হতবিহ্বল হয়ে পড়ে। আমানের অবস্থার কিছুটা উন্নতি হয়। কিন্তু পঙ্গু হয়ে যায় আমান। শারমিন নিজেকে ক্ষমা করতে পারছে না। সব সময় অনুশোচনায় ভুগতে থাকে শারমিন। এর পর কী ঘটে, তা দেখতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়। সোমবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘কথা ছিল’।

বিজনেস আওয়ার/০৬ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: