বিজনেস আওয়ার প্রতিবেদক (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগরে ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় মাটি বিক্রি করার অভিযোগে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ইট ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (৬ জুন) বিকেলে উপজেলার বালিহুদা গ্রামে ব্রিজের কাছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন।
মুনিম লিংকন জানান, হিরো ব্রিক্সের মালিক আতিয়ার রহমান বালিহুদা গ্রাম থেকে ফসলি জমির মাটি কিনে নিজের ইটভাটায় নিচ্ছিলেন। এ অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজনেস আওয়ার/০৬ জুন, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: