বিজনেস আওয়ার প্রতিবেদক : ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের চেষ্টায় রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ভোর ৪টার দিকে ভয়াবহ এ আগুনের সূত্রপাত হয়। প্রথমে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে আরো ১০টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এদিকে আগুন লাগার পরপরই নিজেদের জানমাল নিয়ে কোনো মতে ঘর ছেড়েছেন বস্তির বাসিন্দারা। বস্তির সামনের রাস্তায় জিনিসপত্র নিয়ে অবস্থান করছেন তারা। এপর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজনেস আওয়ার/০৭ জুন, ২০২১/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: