ঢাকা , শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চতুর্থ ম্যাচে এসে খেই হারাল আবাহনী

  • পোস্ট হয়েছে : ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • 25

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চলতি মৌসুমে নিজেদের খেলা শুরুর তিন ম্যাচেই জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। তবে চতুর্থ ম্যাচে এসে খেই হারিয়েছে । খেলাঘর সমাজ কল্যাণ সমিতির কাছে ৮ রানে ম্যাচ হেরেছে তারা। এই ম্যাচ হারের ফলে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট আবাহনীর দখলে। সমান ৪ ম্যাচে ২ জয় খেলাঘরের।

বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন খেলাঘরের অধিনায়ক জহুরুল ইসলাম আমি। উদ্বোধনী জুটিতে ঝড়ো শুরু এনে দেন ইমতিয়াজ হোসেন ও রাফসান আল মাহমুদ। এই পার্টনারশিপ থেকে ২৪ বলে আসে ৪২ রান। রাফসান ১২ বলে ১৮ রান করে আউট হলে ইমতিয়াজের সঙ্গে জুটি গড়ে দলের সংগ্রহ বড় করেন মেহেদী হাসান মিরাজ।

দ্বিতীয় উইকেটে দুজনের জুটি থেকে আসে ৬২ রান। ৩৩ রানে থাকা মিরাজকে নিজের প্রথম শিকার বানিয়ে ফেরান মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর এক ফাঁকে ব্যক্তিগত ফিফটি তুলে নেন ইমতিয়াজ। পরে মোসাদ্দেকের বলে আউট হয়ে ফেরেন ৪৬ বলে ৬৬ রান করে। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে খেলাঘরের ইনিংস থামে ১৬৪ রানে।

১৬৫ রানের লক্ষ্য টপকাতে নেমে ইনিংসের শুরুর ওভারেই মুনিম শাহরিয়ারের উইকেট হারিয়ে বসে আবাহনী। দলীয় ১২ রানের মাথায় মুশফিক আউট হন ৮ রান করে। তৃতীয় উইকেটে নাঈম ও শান্তর পার্টনারশিপ থেকে আসে ৮৫ রান। ৪৯ রান করে শান্ত সাজঘরে ফিরলে খানিক পর একই পথ অনুসরণ করেন নাঈমও। তিনিও আউট হন ফিফটির ঠিক আগে ৪৯ রানের মাথায়।

শেষদিকে মোসাদ্দেক ও আফিফ হোসেন চেষ্টা করলেও লাভ হয়নি। তাদের অপরাজিত ইনিংস জয়ের ব্যবধানই কমিয়েছে শুধু। শেষ ২ ওভারে জয়ের জন্য ২৫ রান প্রয়োজন পড়লে ১৬ রান তুলতে পারে আবাহনী। আবাহনীর হয়ে মোসাদ্দেক ২১ এবং আফিফ ২২ রানে অপরাজিত থাকেন। এতে ৮ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।

বিজনেস আওয়ার/০৭ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চতুর্থ ম্যাচে এসে খেই হারাল আবাহনী

পোস্ট হয়েছে : ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চলতি মৌসুমে নিজেদের খেলা শুরুর তিন ম্যাচেই জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। তবে চতুর্থ ম্যাচে এসে খেই হারিয়েছে । খেলাঘর সমাজ কল্যাণ সমিতির কাছে ৮ রানে ম্যাচ হেরেছে তারা। এই ম্যাচ হারের ফলে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট আবাহনীর দখলে। সমান ৪ ম্যাচে ২ জয় খেলাঘরের।

বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন খেলাঘরের অধিনায়ক জহুরুল ইসলাম আমি। উদ্বোধনী জুটিতে ঝড়ো শুরু এনে দেন ইমতিয়াজ হোসেন ও রাফসান আল মাহমুদ। এই পার্টনারশিপ থেকে ২৪ বলে আসে ৪২ রান। রাফসান ১২ বলে ১৮ রান করে আউট হলে ইমতিয়াজের সঙ্গে জুটি গড়ে দলের সংগ্রহ বড় করেন মেহেদী হাসান মিরাজ।

দ্বিতীয় উইকেটে দুজনের জুটি থেকে আসে ৬২ রান। ৩৩ রানে থাকা মিরাজকে নিজের প্রথম শিকার বানিয়ে ফেরান মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর এক ফাঁকে ব্যক্তিগত ফিফটি তুলে নেন ইমতিয়াজ। পরে মোসাদ্দেকের বলে আউট হয়ে ফেরেন ৪৬ বলে ৬৬ রান করে। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে খেলাঘরের ইনিংস থামে ১৬৪ রানে।

১৬৫ রানের লক্ষ্য টপকাতে নেমে ইনিংসের শুরুর ওভারেই মুনিম শাহরিয়ারের উইকেট হারিয়ে বসে আবাহনী। দলীয় ১২ রানের মাথায় মুশফিক আউট হন ৮ রান করে। তৃতীয় উইকেটে নাঈম ও শান্তর পার্টনারশিপ থেকে আসে ৮৫ রান। ৪৯ রান করে শান্ত সাজঘরে ফিরলে খানিক পর একই পথ অনুসরণ করেন নাঈমও। তিনিও আউট হন ফিফটির ঠিক আগে ৪৯ রানের মাথায়।

শেষদিকে মোসাদ্দেক ও আফিফ হোসেন চেষ্টা করলেও লাভ হয়নি। তাদের অপরাজিত ইনিংস জয়ের ব্যবধানই কমিয়েছে শুধু। শেষ ২ ওভারে জয়ের জন্য ২৫ রান প্রয়োজন পড়লে ১৬ রান তুলতে পারে আবাহনী। আবাহনীর হয়ে মোসাদ্দেক ২১ এবং আফিফ ২২ রানে অপরাজিত থাকেন। এতে ৮ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।

বিজনেস আওয়ার/০৭ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: