ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শাইনপুকুরের বিপক্ষে জয় পেলো দোলেশ্বর

  • পোস্ট হয়েছে : ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • 33

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। সোমবার সকালে মিরপুরে ১৬৩ রানের বিশাল লক্ষ্য দেয় শাইনপুকুর। সাইফ হাসানের ফিফটি ও ফরহাদ রেজার ঝড়ো ব্যাটিংয়ের উপর ভর করে ৪ উইকেটের জয় তুলে নেয় প্রাইম দোলেশ্বর।

এই জয়ের ফলে ৪ ম্যাচে ৩টি জয় তাদের। সঙ্গে বৃষ্টির কারণে ১ ম্যাচ পণ্ড হয়ে যাওয়ায় সেখান থেকে আরও ১ পয়েন্ট পেয়েছে প্রাইম দোলেশ্বর। সবে মিলিয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা।

এদিন টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শাইনপুকুরের অধিনায়ক তৌহিদ হৃদয়। উদ্বোধনি জুটিতে ভালো শুরু পায় শাইনপুকুর। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাব্বির হোসেন মিলে যোগ করেন ৪৯ রানে। ২৭ বলের পার্টনারশিপটি ভাঙে ১৬ বলে ২৫ রান করে তামিম আউট হলে। বন্ধু ও বিশ্বকাপজয়ী দলের সতীর্থ তামিমকে ফেরান শামিম পাটোয়ারি।

পরে জোড়া আঘাত হানেন রেজাউর রহমান রাজা। সাব্বিরকে ৩৬ রান এবং ১০ রানে ব্যাট করা হৃদয়কে আউট করেন তিনি। ৩৪ রানে উইকেটে থাকা রবিকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন শামিম। শেষদিকে অঙ্কনের ৪৪ রানের সুবাদে নির্ধারিত নির্ধারিত ২০ ওভার শেষে ১৬২ রানের বিধাল সংগ্রহ পায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

প্রাইম দোলেশ্বর হয়ে শামিম এবং রাজা ২টি করে উইকেট নেন। এছাড়াও ফরহাদ রেজা ও কামরুল ইসলাম পান ১টি করে উইকেট।

১৬৩ রানের লক্ষ্য টপকাতে নেমে দলীয় ২৯ রানেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে প্রাইম দোলেশ্বর। তৃতীয় উইকেটে সাইফ এবং ফজলে মাহমুদ রাব্বির পার্টনারশিপ থেকে আসে ৫৫ রান। ব্যক্তিগত ফিফটি তুলে নিয়ে সাইফ ফেরেন ৫০ রান করে। ফজলে মাহমুদ ৪১ ও শামিম ২২ রান করে আউট হলে শেষ ৩ ওভারে প্রাইম দোলেশ্বরের জয়ের জন্য প্রয়োজন পড়ে ৩১ রান।

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার ফরহাদ রেজা এ ধরণের পরিস্থিতিতে এর আগে অনেকবার পড়েছেন। দলকে জিতিয়েছেন। সেই অভিজ্ঞতা আরও একবার কাজে লাগলেন ডানহাতি ব্যাটসম্যান। ১১ বলে ২৭ রানের টর্নেডো এক ইনিংস খেলে ২ বল হাতে রেখেই দলকে ৪ উইকেটের জয় এনে দেন তিনি। যেখানে সমান ২টি করে চার-ছক্কা হাঁকান ফরহাদ।

বিজনেস আওয়ার/০৭ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শাইনপুকুরের বিপক্ষে জয় পেলো দোলেশ্বর

পোস্ট হয়েছে : ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। সোমবার সকালে মিরপুরে ১৬৩ রানের বিশাল লক্ষ্য দেয় শাইনপুকুর। সাইফ হাসানের ফিফটি ও ফরহাদ রেজার ঝড়ো ব্যাটিংয়ের উপর ভর করে ৪ উইকেটের জয় তুলে নেয় প্রাইম দোলেশ্বর।

এই জয়ের ফলে ৪ ম্যাচে ৩টি জয় তাদের। সঙ্গে বৃষ্টির কারণে ১ ম্যাচ পণ্ড হয়ে যাওয়ায় সেখান থেকে আরও ১ পয়েন্ট পেয়েছে প্রাইম দোলেশ্বর। সবে মিলিয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা।

এদিন টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শাইনপুকুরের অধিনায়ক তৌহিদ হৃদয়। উদ্বোধনি জুটিতে ভালো শুরু পায় শাইনপুকুর। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাব্বির হোসেন মিলে যোগ করেন ৪৯ রানে। ২৭ বলের পার্টনারশিপটি ভাঙে ১৬ বলে ২৫ রান করে তামিম আউট হলে। বন্ধু ও বিশ্বকাপজয়ী দলের সতীর্থ তামিমকে ফেরান শামিম পাটোয়ারি।

পরে জোড়া আঘাত হানেন রেজাউর রহমান রাজা। সাব্বিরকে ৩৬ রান এবং ১০ রানে ব্যাট করা হৃদয়কে আউট করেন তিনি। ৩৪ রানে উইকেটে থাকা রবিকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন শামিম। শেষদিকে অঙ্কনের ৪৪ রানের সুবাদে নির্ধারিত নির্ধারিত ২০ ওভার শেষে ১৬২ রানের বিধাল সংগ্রহ পায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

প্রাইম দোলেশ্বর হয়ে শামিম এবং রাজা ২টি করে উইকেট নেন। এছাড়াও ফরহাদ রেজা ও কামরুল ইসলাম পান ১টি করে উইকেট।

১৬৩ রানের লক্ষ্য টপকাতে নেমে দলীয় ২৯ রানেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে প্রাইম দোলেশ্বর। তৃতীয় উইকেটে সাইফ এবং ফজলে মাহমুদ রাব্বির পার্টনারশিপ থেকে আসে ৫৫ রান। ব্যক্তিগত ফিফটি তুলে নিয়ে সাইফ ফেরেন ৫০ রান করে। ফজলে মাহমুদ ৪১ ও শামিম ২২ রান করে আউট হলে শেষ ৩ ওভারে প্রাইম দোলেশ্বরের জয়ের জন্য প্রয়োজন পড়ে ৩১ রান।

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার ফরহাদ রেজা এ ধরণের পরিস্থিতিতে এর আগে অনেকবার পড়েছেন। দলকে জিতিয়েছেন। সেই অভিজ্ঞতা আরও একবার কাজে লাগলেন ডানহাতি ব্যাটসম্যান। ১১ বলে ২৭ রানের টর্নেডো এক ইনিংস খেলে ২ বল হাতে রেখেই দলকে ৪ উইকেটের জয় এনে দেন তিনি। যেখানে সমান ২টি করে চার-ছক্কা হাঁকান ফরহাদ।

বিজনেস আওয়ার/০৭ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: