ঢাকা , বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আশার ম্যাচে ভারতের কাছে হার টাইগারদের

  • পোস্ট হয়েছে : ০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • 10

বিজনেস আওয়ার প্রতিবেদক : কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে জমাট রক্ষণ তৈরি করে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছিল বাংলাদেশ। কিন্তু ভারতের সুনীল ছেত্রীর জোড়া লক্ষ্যভেদে ২-০ গোলে হারের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ।

সোমবার (৭ জুন) কাতারের রাজধানী দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে শুরু থেকে ভারত ধারাবাহিকভাবে আক্রমণে যায়। ৩৫ মিনিটে কর্নার থেকে বক্সের ঠিক সেন্টার থেকে চিংলেনসানা সিংয়ের বুলেট গতির হেড গোললাইন থেকে প্রতিহত করেন রিয়াদুল হাসান। পরের কর্নার থেকে সুনীল ছেত্রীর হেড গোলপোস্টের ওপর দিয়ে যায়।

৪০ মিনিটে বাংলাদেশের দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়। মোহাম্মদ ইব্রাহিমের ডান পায়ের শট প্রতিহত করে ভারতের রক্ষণভাগ। এর পরই তারিক রায়হান কাজীকে ঠেকান প্রতিপক্ষ গোলকিপার। বিরতির আগ মুহূর্তে মতিন মিয়ার শট ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় ভারত। ৫৬ মিনিটে ফের্নান্দেজের ক্রস থেকে সন্দেশ সিংয়ের হেড প্রতিহত করে বাংলাদেশ। দুই মিনিট পর মোহাম্মদ ইয়াসিরও ব্যর্থ হন জাল খুঁজে পেতে। বাংলাদেশ চার মিনিট পর লক্ষ্যে শট নেয়, তবে মানিক মোল্লার ডান পায়ের শট ভারতীয় রক্ষণ ভেদ করতে পারেনি।

ভারতের ছেত্রী৬৩ মিনিটে সুযোগ নষ্ট করলেও ৭৯ মিনিটে গোলের দেখা পান। বিপিন সিংয়ের বদলি নামা আশিক কুরুনিয়ানের বাঁপ্রান্তের ক্রস ধরে ডান দিক থেকে লক্ষ্যভেদ করেন তিনি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সুরেশ ওয়াংজামের বানিয়ে দেওয়া বলে ডানপায়ের শটে দ্বিতীয় গোল করেন ছেত্রী।

কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে ৭ ম্যাচে পঞ্চম হারে বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে সবার শেষে। সমান খেলে প্রথম জয়ে পাঁচ দলের ‘ই’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে তিনে উঠে গেলো ভারত। এক ম্যাচ কম খেলা আফগানিস্তান (৫) নেমে গেছে এক ধাপ।

বিজনেস আওয়ার/০৮ জুন, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আশার ম্যাচে ভারতের কাছে হার টাইগারদের

পোস্ট হয়েছে : ০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে জমাট রক্ষণ তৈরি করে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছিল বাংলাদেশ। কিন্তু ভারতের সুনীল ছেত্রীর জোড়া লক্ষ্যভেদে ২-০ গোলে হারের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ।

সোমবার (৭ জুন) কাতারের রাজধানী দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে শুরু থেকে ভারত ধারাবাহিকভাবে আক্রমণে যায়। ৩৫ মিনিটে কর্নার থেকে বক্সের ঠিক সেন্টার থেকে চিংলেনসানা সিংয়ের বুলেট গতির হেড গোললাইন থেকে প্রতিহত করেন রিয়াদুল হাসান। পরের কর্নার থেকে সুনীল ছেত্রীর হেড গোলপোস্টের ওপর দিয়ে যায়।

৪০ মিনিটে বাংলাদেশের দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়। মোহাম্মদ ইব্রাহিমের ডান পায়ের শট প্রতিহত করে ভারতের রক্ষণভাগ। এর পরই তারিক রায়হান কাজীকে ঠেকান প্রতিপক্ষ গোলকিপার। বিরতির আগ মুহূর্তে মতিন মিয়ার শট ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় ভারত। ৫৬ মিনিটে ফের্নান্দেজের ক্রস থেকে সন্দেশ সিংয়ের হেড প্রতিহত করে বাংলাদেশ। দুই মিনিট পর মোহাম্মদ ইয়াসিরও ব্যর্থ হন জাল খুঁজে পেতে। বাংলাদেশ চার মিনিট পর লক্ষ্যে শট নেয়, তবে মানিক মোল্লার ডান পায়ের শট ভারতীয় রক্ষণ ভেদ করতে পারেনি।

ভারতের ছেত্রী৬৩ মিনিটে সুযোগ নষ্ট করলেও ৭৯ মিনিটে গোলের দেখা পান। বিপিন সিংয়ের বদলি নামা আশিক কুরুনিয়ানের বাঁপ্রান্তের ক্রস ধরে ডান দিক থেকে লক্ষ্যভেদ করেন তিনি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সুরেশ ওয়াংজামের বানিয়ে দেওয়া বলে ডানপায়ের শটে দ্বিতীয় গোল করেন ছেত্রী।

কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে ৭ ম্যাচে পঞ্চম হারে বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে সবার শেষে। সমান খেলে প্রথম জয়ে পাঁচ দলের ‘ই’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে তিনে উঠে গেলো ভারত। এক ম্যাচ কম খেলা আফগানিস্তান (৫) নেমে গেছে এক ধাপ।

বিজনেস আওয়ার/০৮ জুন, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: