ঢাকা , শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ক্লান্ত মুশফিক খেলতে চান না জিম্বাবুয়ে টি-টোয়েন্টি

  • পোস্ট হয়েছে : ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • 26

বিজনেস আওয়ার প্রতিবেদক : জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি চেয়েছেন। এমনটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

টানা ম্যাচ খেলে ক্লান্ত মুশফিক ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের আগে কিছুদিন বিশ্রামে থাকতে চান বলেই এ সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার বিকেলে নান্নু বলেন, মুশফিক টি-টোয়েন্টি থেকে ছুটি চেয়েছে। তবে মুশফিক টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলবে। টানা খেলার মধ্যে থাকায় সে হয়তো ক্লান্ত। সে জন্যই একটা বিরতি চাচ্ছে। তবে এটা সে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট পরিচালনা বিভাগকে বলার পর এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

মুশফিকুর রহিম জাতীয় দলের হয়ে ৮৬ ম্যাচে অংশ নিয়ে ৫টি ফিফটির সাহায্যে চতুর্থ সর্বোচ্চ ১ হাজার ২৮২ রান করেছেন। টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ ১ হাজার ৭০১ রান করেন তামিম ইকবাল।

তবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির তিন ফরম্যাটে ১৫টি সেঞ্চুরির সাহায্যে মুশফিক সংগ্রহ করেন ১২ হাজার ৫৮৪ রান।

বিজনেস আওয়ার/০৮ জুন, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ক্লান্ত মুশফিক খেলতে চান না জিম্বাবুয়ে টি-টোয়েন্টি

পোস্ট হয়েছে : ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি চেয়েছেন। এমনটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

টানা ম্যাচ খেলে ক্লান্ত মুশফিক ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের আগে কিছুদিন বিশ্রামে থাকতে চান বলেই এ সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার বিকেলে নান্নু বলেন, মুশফিক টি-টোয়েন্টি থেকে ছুটি চেয়েছে। তবে মুশফিক টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলবে। টানা খেলার মধ্যে থাকায় সে হয়তো ক্লান্ত। সে জন্যই একটা বিরতি চাচ্ছে। তবে এটা সে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট পরিচালনা বিভাগকে বলার পর এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

মুশফিকুর রহিম জাতীয় দলের হয়ে ৮৬ ম্যাচে অংশ নিয়ে ৫টি ফিফটির সাহায্যে চতুর্থ সর্বোচ্চ ১ হাজার ২৮২ রান করেছেন। টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ ১ হাজার ৭০১ রান করেন তামিম ইকবাল।

তবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির তিন ফরম্যাটে ১৫টি সেঞ্চুরির সাহায্যে মুশফিক সংগ্রহ করেন ১২ হাজার ৫৮৪ রান।

বিজনেস আওয়ার/০৮ জুন, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: