বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বকাপ বাছাই পর্বে নেইমারের নৈপুণ্যে প্যারাগুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচের শুরুতে গোল করে দলকে এগিয়ে দেওয়ার পর শেষ মুহূর্তে লুকাস পাকুয়েতার গোলেও সহায়তা করেন তারকা নেইমার।
গত শনিবার ইকুয়েডেরের বিপক্ষেও ২-০ গোলে জিতেছিল ব্রাজিল। সেদিন এক গোলের পাশাপাশি অন্য গোলে এসিস্ট ছিল নেইমারের। বাংলাদেশ সময় বুধবার সকালে প্যারাগুয়ের সঙ্গে এক গোলের পাশাপাশি এক এসিস্ট করলেন তিনি।
বিশ্বকাপ বাছাইয়ে নেইমারের গোলসংখ্যা এখন ১১টি। যা যৌথভাবে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ। এছাড়া চলতি বিশ্বকাপ বাছাইয়ে চার ম্যাচে ৫ গোল ও ৪টিতে সহায়তা করলেন নেইমার। সবমিলিয়ে নেইমারের আন্তর্জাতিক গোল এখন ৬৬টি, পাশাপাশি তিনি গোল করতে সহায়তা করেছেন ৪৬টিতে।
ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই গ্যাব্রিয়েল হেসুসের পাস থেকে প্রথম গোলটি করেন নেইমার। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে দুই দলেরই জমাট রক্ষণের কারণে গোলের দেখা মেলেনি। প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে বল জালে জড়িয়েছিলেন রিচার্লিসন। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেটি। অন্যদিকে এডারসনের দৃঢ়তায় সমতাসূচক গোল পায়নি প্যারাগুয়ে।
ম্যাচ যখন প্রায় শেষদিকে, তখন দ্বিতীয় গোল করে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শট নেন লুকাস পাকুয়েতা। পোস্টের ভেতর দিকে বল লেগে জড়ায় জালে। যার ফলে মেলে ২-০ গোলের জয়।
বিজনেস আওয়ার/০৯ জুন, ২০২১/কমা