ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এপ্রিলে মোবাইল ব্যাংকিংয়ে রেকর্ড লেনদেন

  • পোস্ট হয়েছে : ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • 77

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ব্যবসা বাণিজ্যে ডিজিটাল সেবা গ্রহণের ফলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চলতি বছরের এপ্রিল মাসে রেকর্ড পরিমান লেনদেন লেনদেন হয়েছে। এপ্রিল মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হয়েছে ৬৩৪ দশমিক ৭৯ বিলিয়ন টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন মতে, লেনদেনের পরিমাণ আগের মাসের তুলনায় এপ্রিল মাসে ৬ শতাংশ বা ৩৮ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। চলতি বছরের মার্চ মাসে লেনদেন হয়েছিল ৫৯৬ দশমিক ৪২ বিলিয়ন টাকা। এর আগে ২০২০ সালের জুলাই মাসে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৬২৯ দশমিক ৯৯ বিলিয়ন টাকা।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে লেনদেনের পরিমাণ বাড়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেন, সাধারণ মানুষ, ব্যবসায়ীদের পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। তাই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে লেনদেন বেড়ে চলেছে।

একটি বেসরকারি ব্যাংকের শীর্ষ নির্বাহী বলেন, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সাধারণভাবেই ঈদ উৎসবের সময় লেনদেন বাড়ে। ঈদ উৎসবের সময় বিপুল সংখ্যক মানুষ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে তাদের আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠিয়েছে। যে কারণে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে লেনদেন বেড়েছে।

প্রসঙ্গত, দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)। বর্তমানে দেশের ১০ কোটি ৬০ লাখ মানুষ এমএফএস সেবা গ্রহণ করছেন। দৈনিক লেনদেন হচ্ছে প্রায় ২ হাজার কোটি টাকা।

বিজনেস আওয়ার/০৯ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এপ্রিলে মোবাইল ব্যাংকিংয়ে রেকর্ড লেনদেন

পোস্ট হয়েছে : ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ব্যবসা বাণিজ্যে ডিজিটাল সেবা গ্রহণের ফলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চলতি বছরের এপ্রিল মাসে রেকর্ড পরিমান লেনদেন লেনদেন হয়েছে। এপ্রিল মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হয়েছে ৬৩৪ দশমিক ৭৯ বিলিয়ন টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন মতে, লেনদেনের পরিমাণ আগের মাসের তুলনায় এপ্রিল মাসে ৬ শতাংশ বা ৩৮ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। চলতি বছরের মার্চ মাসে লেনদেন হয়েছিল ৫৯৬ দশমিক ৪২ বিলিয়ন টাকা। এর আগে ২০২০ সালের জুলাই মাসে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৬২৯ দশমিক ৯৯ বিলিয়ন টাকা।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে লেনদেনের পরিমাণ বাড়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেন, সাধারণ মানুষ, ব্যবসায়ীদের পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। তাই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে লেনদেন বেড়ে চলেছে।

একটি বেসরকারি ব্যাংকের শীর্ষ নির্বাহী বলেন, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সাধারণভাবেই ঈদ উৎসবের সময় লেনদেন বাড়ে। ঈদ উৎসবের সময় বিপুল সংখ্যক মানুষ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে তাদের আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠিয়েছে। যে কারণে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে লেনদেন বেড়েছে।

প্রসঙ্গত, দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)। বর্তমানে দেশের ১০ কোটি ৬০ লাখ মানুষ এমএফএস সেবা গ্রহণ করছেন। দৈনিক লেনদেন হচ্ছে প্রায় ২ হাজার কোটি টাকা।

বিজনেস আওয়ার/০৯ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: