বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩৮ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৫৩ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩.২৯ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা (ইপিএস) ১.২৪ টাকা বা ৩৮ শতাংশ বেড়েছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের ৩ মাসে (জানুয়ারি’২১-মার্চ’২১) সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫৬ টাকা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ১.১৮ টাকা।
২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬.৪০ টাকায়।
বিজনেস আওয়ার/০৯ জুন, ২০২১/এ