ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রাইম দোলেশ্বরের বিপক্ষে প্রাইম ব্যাংকের রোমাঞ্চকর জয়

  • পোস্ট হয়েছে : ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • 46

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের চলতি আসরের ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল প্রাইম দোলেশ্বর। সমান ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল প্রাইম ব্যাংক। বৃহস্পতিবারের ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে দোলেশ্বরকে টপকে শীর্ষে উঠে গেল প্রাইম ব্যাংক। দলীয় জয়ে ব্যাট হাতে অবদান রাখেন মোহাম্মদ মিঠুন।

বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে আগে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। তবে শুরুটা ভালো হয়নি তাদের। ওপেনার রনি তালুকদার কোনও রান না করেই ফিরে যান। আরেক ওপেনার তামিম আউট হন ৮ রান করে। এরপর তৃতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়েন কুষ্টিয়ার দুই ব্যাটসম্যান বিজয় ও মিঠুন। আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো বিজয় আজ থামেন ২৯ রানে।

আরাফাত সানি জুনিয়র ৫ রানে আউট হলে খানিক বিপাকে পড়ে প্রাইম ব্যাংক। সেখান থেকে ফিফটি হাঁকিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান মিঠুন। পরে আউট হন ৫৫ রান করে। শেষদিকে নাহিদুল ইসলামের ১৮ বলে ২০ ও অলক কাপালির ১৪ বলে ২৬ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৫১ রানের সংগ্রহ পায় প্রাইম ব্যাংক।

লক্ষ্য টপকাতে নেমে ২২ রানে দুই ওপেনারকে হারিয়ে বসে প্রাইম দোলেশ্বর। এরপর মার্শাল আইয়ুব (২২), ফজলে রাব্বি (২১), শরিফউল্লাহ (১৯) রানের দেখা পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হওয়ার পর ১ রান করে আউট হন হার্ডহিটার শামীম পাটোয়ারিও। আজ সুবিধা করতে পারেননি অধিনায়ক ফরহাদ রেজাও।

জাতীয় দলের দুই পেসার মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামকে খেলতে খেই হারান তারা। শেষ ওভারের আগে রুবেলও ছিলেন অনবদ্য। ৯ উইকেট হারানো দোলশ্বরের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন পড়ে ৩১ রান। ব্যাট হাতে অগ্নিমূর্তি ধারণ করেন রাব্বি। শেষ বলে জয়ের জন্য ৫ রান প্রয়োজন পড়লে ১ রান নিতে পারেন তিনি। এতে ৩ রানে জয় পায় প্রাইম ব্যাংক।

বিজনেস আওয়ার/১০ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রাইম দোলেশ্বরের বিপক্ষে প্রাইম ব্যাংকের রোমাঞ্চকর জয়

পোস্ট হয়েছে : ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের চলতি আসরের ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল প্রাইম দোলেশ্বর। সমান ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল প্রাইম ব্যাংক। বৃহস্পতিবারের ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে দোলেশ্বরকে টপকে শীর্ষে উঠে গেল প্রাইম ব্যাংক। দলীয় জয়ে ব্যাট হাতে অবদান রাখেন মোহাম্মদ মিঠুন।

বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে আগে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। তবে শুরুটা ভালো হয়নি তাদের। ওপেনার রনি তালুকদার কোনও রান না করেই ফিরে যান। আরেক ওপেনার তামিম আউট হন ৮ রান করে। এরপর তৃতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়েন কুষ্টিয়ার দুই ব্যাটসম্যান বিজয় ও মিঠুন। আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো বিজয় আজ থামেন ২৯ রানে।

আরাফাত সানি জুনিয়র ৫ রানে আউট হলে খানিক বিপাকে পড়ে প্রাইম ব্যাংক। সেখান থেকে ফিফটি হাঁকিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান মিঠুন। পরে আউট হন ৫৫ রান করে। শেষদিকে নাহিদুল ইসলামের ১৮ বলে ২০ ও অলক কাপালির ১৪ বলে ২৬ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৫১ রানের সংগ্রহ পায় প্রাইম ব্যাংক।

লক্ষ্য টপকাতে নেমে ২২ রানে দুই ওপেনারকে হারিয়ে বসে প্রাইম দোলেশ্বর। এরপর মার্শাল আইয়ুব (২২), ফজলে রাব্বি (২১), শরিফউল্লাহ (১৯) রানের দেখা পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হওয়ার পর ১ রান করে আউট হন হার্ডহিটার শামীম পাটোয়ারিও। আজ সুবিধা করতে পারেননি অধিনায়ক ফরহাদ রেজাও।

জাতীয় দলের দুই পেসার মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামকে খেলতে খেই হারান তারা। শেষ ওভারের আগে রুবেলও ছিলেন অনবদ্য। ৯ উইকেট হারানো দোলশ্বরের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন পড়ে ৩১ রান। ব্যাট হাতে অগ্নিমূর্তি ধারণ করেন রাব্বি। শেষ বলে জয়ের জন্য ৫ রান প্রয়োজন পড়লে ১ রান নিতে পারেন তিনি। এতে ৩ রানে জয় পায় প্রাইম ব্যাংক।

বিজনেস আওয়ার/১০ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: