স্পোর্টস ডেস্ক : অ্যাথলেটিক বিলবাও’র বিপক্ষে ১-০ গোলে জিতে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। মঙ্গলবার (২৩ জুন) দিনগত রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে ইভান রাকিতিচের একমাত্র গোল বিলবাওকে হারিয়েছে বার্সা।
সপ্তাহান্তে রিয়াল মাদ্রিদের কাছে শীর্ষস্থান খোয়ানোর পর আসন পুনর্দখলের জন্য মরিয়া ছিল বার্সা। তবে অ্যাথলেটিক বিলবাও’র জমাট রক্ষণ কাজটা এত সহজে করতে দেয়নি কাতালান জায়ান্টদের। অবশেষে ম্যাচের ৭১ মিনিটে বুলেট গতির শটে জাল কাঁপান ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচ।
এই ম্যাচেও আক্রমণভাগে মেসি, লুইস সুয়ারেস এবং গ্রিজম্যানকে নিয়ে শুরুর একাদশ সাজিয়েছিলেন বার্সা কোচ কিকে সেতিয়েন। এই ম্যাচ থেকে তারকা তিন খেলোয়াড়ের কাছ থেকে প্রত্যাশাও ছিল অনেক। কিন্তু মাঠের খেলায় সবাই হতাশ করেছেন।
প্রথমার্ধে বলার মতো একবারই সুযোগ পেয়েছিল বার্সা। তবে সুয়ারসের কাটব্যাক পাস অল্পের জন্য ফাঁকা গোলমুখে থাকা আর্তুরো ভিদালের পায়ে পৌঁছাতে ব্যর্থ হয়। বার্সার জন্য দুঃসংবাদ হয়ে আসতে পারতো মেসির লাল কার্ড দেখা। তবে কপাল ভালো বাজে এই ফাউলের পরও তাকে মাঠ ছাড়তে হয়নি।
এই জয়ে সাময়িকভাবে শীর্ষে ফিরেছে বার্সা। ৩১ ম্যাচে দলটির সংগ্রহ ৬৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৬৫ পয়েন্ট।
বিজনেস আওয়ার/২৪ জুন, ২০২০/এ