বিজনেস আওয়ার প্রতিবেদক : মাদকের গাড়ির ধাক্কায় চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজী মো. সালাহউদ্দীন নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুন) ভোর চারটার দিকে চান্দগাঁও থানার মেহেরাজ খান ঘাটা এলাকায় একটি মাদকের গাড়ির ধাক্কায় তিনি নিহত হন।
নিহত এএসআই কাজী মো. সালাহউদ্দীন লক্ষ্মীপুর জেলার সদর থানার দক্ষিণ জয়পুর এলাকার কাজী নাদের জামানের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সালাহউদ্দীন জানতে পারেন, একটি কালো মাইক্রোবাসে করে (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-চ-১৫-৩৬৬৫) পার্বত্য এলাকা থেকে চোলাই মদ চট্টগ্রাম শহরে নেওয়া হচ্ছে। সালাউদ্দিন ও চালক কনস্টেবল মো. মাসুম চান্দগাঁও থানাধীন মেহেরাজ খান ঘাটা পেট্রল পাম্পের সামনে ওই গাড়িটিকে থামার জন্য সংকেত দেন। চালক থামানোর মতো করে গাড়ির গতি কমিয়ে আনলে ওই দুই পুলিশ সদস্য গাড়ির সামনে যান। কিন্তু গাড়ির চালক আবারও গতি বাড়িয়ে দেন। এতে সালাউদ্দীন ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়ে মাথায়, কোমরে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। মাসুমও আঘাত পান।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সালাউদ্দিন। একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মাসুম। গাড়িটি জব্দ করেছে পুলিশ। তবে এর চালক ও তাঁর সঙ্গীরা পালিয়েছেন। গাড়িটি থেকে ৭৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। তিনি বলেন, ঘটনায় জড়িত চালক ও অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিজনেস আওয়ার/১১ জুন, ২০২১/কমা