বিজনেস আওয়ার প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হলেও পুরনো কিছু রোগের কারণে এখনো ঝুঁকিমুক্ত নন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার (১১ জুন) সকালে এক সংবাদ সম্মেলন মির্জা ফখরুল ইসলাম বলেন, “ম্যাডামের মেডিকেল বোর্ডের সর্বশেষ বক্তব্য হচ্ছে, উনার মিনিমাম যে প্যারামিটারগুলো আছে…পোস্ট কোভিডের পর থেকে উনি মোটামুটি বেটার।
“ফান্ডামেন্টাল কিছু সমস্যা রয়েছে, যেগুলো উদ্বেগজনক। তার হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম আছে। এই দুইটি নিয়ে মেডিকেল বোর্ড উদ্বিগ্ন। উনারা মনে করছেন, বাংলাদেশে যে হাসপাতালগুলো আছে, অ্যাডভান্স সেন্টারগুলো আছে, সেগুলো যথেষ্ট নয় উনার টিট্রমেন্টের জন্য।”
বিএনপি মহাসচিব বলেন, “বিশেষজ্ঞরা বার বার বলছেন, উনার অ্যাডভান্স টিট্রমেন্ট দরকার, তার অসুখগুলো নিয়ে অ্যাডভান্স সেন্টারে যাওয়া জরুরি। আমরা সেটা বার বার বলছি।”
বিজনেস আওয়ার/১১ জুন, ২০২১/কমা