1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
ভারতে শনাক্তের হার নেমেছে ৪.২৫ শতাংশে
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:১৫ অপরাহ্ন

ভারতে শনাক্তের হার নেমেছে ৪.২৫ শতাংশে

  • পোস্ট হয়েছে : রবিবার, ১৩ জুন, ২০২১
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : ভারতে টানা পাঁচ দিন ধরে ৫ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪.২৫ শতাংশে নেমে এসেছে।

জানা গেছে, ভারতে ২ এপ্রিলের পর গত ২৪ ঘণ্টায় সবচেয়ে কম সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিনের চেয়ে মৃত্যুও কমেছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে ৮০ হাজার ৮৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন ৩ হাজার ৩০৩ জন।

সবশেষ এ তথ্য নিয়ে ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৯৮৯। মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭০ হাজার ৩৮৪।

দেশটিতে প্রবল সমালোচনার মুখে ১৮ বছরের বেশি বয়সী সবাইকে বিনা মূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ২১ জুন থেকে এ লক্ষ্যে সব রাজ্য সরকারকে বিনা মূল্যে টিকা সরবরাহ করা হবে। করোনা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ১ মে থেকে সব প্রাপ্তবয়স্ক নাগরিককে (১৮ বছরের ঊর্ধ্বে) টিকাদানের কর্মসূচি হাতে নেয় ভারত।

বিজনেস আওয়ার/১৩ জুন, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ