বিজনেস আওয়ার প্রতিবেদক : নন-লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) বিনিয়োগ নীতি পরিপালন করছেন না শেয়ারবাজারে তালিকাভুক্ত পিপলস ইন্স্যুরেন্স। কোম্পানিটির ২০২০ আর্থিক নিরীক্ষায় নিরীক্ষক এই তথ্য জানিয়েছেন।
নিরীক্ষক জানিয়েছেন, পিপলস ইন্স্যুরেন্সের ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ৬ কোটি ৬৩ লাখ টাকা ও ২০২০ সালের ৩১ ডিসেম্বর ৮ কোটি ৩৬ লাখ টাকা বিনিয়োগ ছিল। এক্ষেত্রে আইডিআরএ’র বিনিয়োগ নীতি পরিপালন করা হয়নি।
তবে কোম্পানি কর্তৃপক্ষ আইডিআরএ’র নির্দেশনা অনুযায়ি বিনিয়োগ নীতি পরিপালনের লক্ষ্যে কাজ করছে।
এদিকে শ্রম আইন ২০০৬ অনুযায়ি পিপলস ইন্স্যুরেন্স মুনাফার ৫ শতাংশ দিয়ে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ড গঠন না করায় আপত্তিকর মন্তব্য করেছে নিরীক্ষক।
উল্লেখ্য, ১৯৯০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া পিপলস ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৬ কোটি ২০ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.৫৯ শতাংশ। কোম্পানিটির রবিবার (১৩ জুন) লেনদেন শেষে শেয়ার দর দাড়িঁয়েছে ৪৭.৭০ টাকায়।
আরও পড়ুন……
ম্যানেজমেন্ট ব্যয় ১৮ শতাংশ বেশি করেছে রূপালি ইন্স্যুরেন্স
বিজনেস আওয়ার/১৪ জুন, ২০২১/আরএ
One thought on “আইডিআরএ’র বিনিয়োগ নীতি পালন করছে না পিপলস ইন্স্যুরেন্স”