স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি নিজেদেরই করে রেখেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সোমবার (১৪ জুন) বিকেএসপির তিন নম্বর মাঠে ওল্ড ডিওএইচএসকে ২২ রানে হারিয়েছে এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের করা ১৪৭ রানের জবাবে ডিওএইচএস অলআউট হয়েছে ১২৫ রানে।
এদিন ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওল্ড ডিওইচএস। প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেননি তামিম ইকবাল। ইনিংসের অষ্টম ওভারে দলীয় পঞ্চাশ পার করিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ২৫ রান করেন। অধিনায়ক বিজয় করেন ১৫ রান।
তবে অন্যপ্রান্তে অবিচল ছিলেন রনি তালুকদার। চলতি আসরে নিজের দ্বিতীয় ফিফটি করে ইনিংসের ১৪তম ওভারে আউট হন তিনি। সাজঘরের ফেরার আগে ৩৯ বলে ৫ চার ও ৩ ছয়ের মারে ৫৪ রান করেন তিনি। শেষদিকে মোহাম্মদ মিঠুন ১২ বলে ১৬ ও অলক কাপালি ৭ বলে ১২ রান করলে ১৪৭ রানের সংগ্রহ পায় প্রাইম ব্যাংক।
এর জবাবে শুরু থেকেই পিছিয়ে পড়তে থাকে ডিওএইচএস। ইনিংসের তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন রাকিন আহমেদ (১০ বলে ৯), পাওয়ার প্লে শেষ ওভার পরপর আউট হন আরেক ওপেনার আনিসুল ইসলাম ইমন (১৩ বলে ১২)। ফর্মে থাকা মাহমুদুল হাসান জয়ও বেশি কিছু করতে পারেননি। তার ব্যাট থেকে আসে ২৭ বলে ২৬ রান।
চার নম্বরে নামা রায়ান রহমান ২১ বলে করেন ২১ রান, উইকেটরক্ষক ব্যাটসম্যান প্রীতম কুমারের ব্যাট থেকে আসে ১২ বলে ১৯ রান। বল হাতে ২ উইকেট নেয়া রাকিবুল হাসান ব্যাট হাতে করেন ১৩ রান। তবু ১২৫ রানের বেশি করতে পারেনি ডিওএইচএস। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে রয়েছে তারা।
বিজনেস আওয়ার/১৪ জুন, ২০২১/এ