ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দর্শনা দিয়ে ফিরলেন আরও ১৬ বাংলাদেশি

  • পোস্ট হয়েছে : ০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
  • 61

বিজনেস আওয়ার প্রতিবেদক (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন আরও ১৬ বাংলাদেশি। সোমবার (১৪ জুন) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চেকপোস্টে আসলে তাদের পরীক্ষা থেকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম।

তিনি বলেন, ১৬ বাংলাদেশি দর্শনা চেকপোস্টে আসলে তাদের প্রত্যেকের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। তবে কারও শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। তাদেরমধ্যে ১২ জনকে চুয়াডাঙ্গার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ও চারজনকে হোটেল ভিআইপিতে নেয়া হয়। সেখানে তারা নিজ খরচে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকবেন।

এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভিন বলেন, এ নিয়ে গত ২৮ দিনে ভারতে আটকেপড়া ৮৩৮ জন বাংলাদেশি দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। এদের মধ্যে ১৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। এখন পর্যন্ত ১৫ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিজনেস আওয়ার/১৪ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দর্শনা দিয়ে ফিরলেন আরও ১৬ বাংলাদেশি

পোস্ট হয়েছে : ০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন আরও ১৬ বাংলাদেশি। সোমবার (১৪ জুন) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চেকপোস্টে আসলে তাদের পরীক্ষা থেকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম।

তিনি বলেন, ১৬ বাংলাদেশি দর্শনা চেকপোস্টে আসলে তাদের প্রত্যেকের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। তবে কারও শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। তাদেরমধ্যে ১২ জনকে চুয়াডাঙ্গার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ও চারজনকে হোটেল ভিআইপিতে নেয়া হয়। সেখানে তারা নিজ খরচে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকবেন।

এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভিন বলেন, এ নিয়ে গত ২৮ দিনে ভারতে আটকেপড়া ৮৩৮ জন বাংলাদেশি দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। এদের মধ্যে ১৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। এখন পর্যন্ত ১৫ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিজনেস আওয়ার/১৪ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: