ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সমান-সমান স্পেন-সুইডেন

  • পোস্ট হয়েছে : ০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
  • 40

বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউরো কাপে সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন স্পেন উদ্বোধনী ম্যাচে হতাশই করেছে লুইস এনরিকের শিষ্যরা। সুইডেনের সাথে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়ে স্প্যানিশদের।

স্পেনের লা কার্তুজ স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে একের পর এক সুযোগ তৈরি করেছে স্পেন। কম যায়নি সুইডেনও। কিন্তু দুই দলই ভুগেছে যথাযথ ফিনিশিংয়ের অভাবে। এক্ষেত্রে বড় কৃতিত্ব দিতে হবে সুইডেন গোলরক্ষক ওলসেনকে। তার দৃঢ়তার কারণেই মূলত গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি।

ম্যাচের ৭৫ শতাংশ বল ছিল স্পেনের দখলে। গোলপোস্টে তারা ১৭টি শট নিয়েছিল। তার মধ্যে ৫টি ছিল গোলমুখে। সুইডেনের ছিল না একটিও। পুরো ম্যাচে স্পেন ৯১৭টি পাস দেয়। এমন প্রভাব বিস্তার করে খেলেও গোলই পায়নি স্পেন। তাতে জয়ও পাওয়া হয়নি তাদের। গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে তারা।

ঘরের মাঠ সেভিয়ার স্টাডিও অলিম্পিকো ডি লা কার্তুজায় প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করে স্পেন। বিশেষ করে ৩৮ মিনিটের মাথায়। এ সময় আলভারো মোরাতা সোনালী সুযোগ পেয়েছিলেন গোলের। তার সামনে ছিল কেবল সুইডেনের গোলরক্ষক রবিন ওলসেন। তাকে ফাঁকি দিয়ে বল জালে জড়ানো কঠিন কিছু ছিল না। কিন্তু মোরাতা বল মেরে দেন বাইরে।

প্রথমার্ধে সুইডেনের মার্কাস বার্গও সুযোগ পেয়েছিলেন। তিনিও সেটা কাজে লাগাতে ব্যর্থ হন। তাতে গোলশূন্যভাবেই প্রথমার্ধের খেলা শেষ হয়।

বিরতির পর ৭২ মিনিটে স্পেনের দানি ওলমো একটি সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু তার নেওয়া শট ক্লিয়ার করেন সুইডেনের মার্কাস দানিয়েলসন। এরপর তাকে তুলে নেন লুইস এনরিক। তবে খেলোয়াড় বদল করেও কাঙ্খিত গোলের দেখা পায়নি তিনবারের ইউরো চ্যাম্পিয়নরা। তাতে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের।

বিজনেস আওয়ার/১৫ জুন, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সমান-সমান স্পেন-সুইডেন

পোস্ট হয়েছে : ০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউরো কাপে সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন স্পেন উদ্বোধনী ম্যাচে হতাশই করেছে লুইস এনরিকের শিষ্যরা। সুইডেনের সাথে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়ে স্প্যানিশদের।

স্পেনের লা কার্তুজ স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে একের পর এক সুযোগ তৈরি করেছে স্পেন। কম যায়নি সুইডেনও। কিন্তু দুই দলই ভুগেছে যথাযথ ফিনিশিংয়ের অভাবে। এক্ষেত্রে বড় কৃতিত্ব দিতে হবে সুইডেন গোলরক্ষক ওলসেনকে। তার দৃঢ়তার কারণেই মূলত গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি।

ম্যাচের ৭৫ শতাংশ বল ছিল স্পেনের দখলে। গোলপোস্টে তারা ১৭টি শট নিয়েছিল। তার মধ্যে ৫টি ছিল গোলমুখে। সুইডেনের ছিল না একটিও। পুরো ম্যাচে স্পেন ৯১৭টি পাস দেয়। এমন প্রভাব বিস্তার করে খেলেও গোলই পায়নি স্পেন। তাতে জয়ও পাওয়া হয়নি তাদের। গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে তারা।

ঘরের মাঠ সেভিয়ার স্টাডিও অলিম্পিকো ডি লা কার্তুজায় প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করে স্পেন। বিশেষ করে ৩৮ মিনিটের মাথায়। এ সময় আলভারো মোরাতা সোনালী সুযোগ পেয়েছিলেন গোলের। তার সামনে ছিল কেবল সুইডেনের গোলরক্ষক রবিন ওলসেন। তাকে ফাঁকি দিয়ে বল জালে জড়ানো কঠিন কিছু ছিল না। কিন্তু মোরাতা বল মেরে দেন বাইরে।

প্রথমার্ধে সুইডেনের মার্কাস বার্গও সুযোগ পেয়েছিলেন। তিনিও সেটা কাজে লাগাতে ব্যর্থ হন। তাতে গোলশূন্যভাবেই প্রথমার্ধের খেলা শেষ হয়।

বিরতির পর ৭২ মিনিটে স্পেনের দানি ওলমো একটি সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু তার নেওয়া শট ক্লিয়ার করেন সুইডেনের মার্কাস দানিয়েলসন। এরপর তাকে তুলে নেন লুইস এনরিক। তবে খেলোয়াড় বদল করেও কাঙ্খিত গোলের দেখা পায়নি তিনবারের ইউরো চ্যাম্পিয়নরা। তাতে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের।

বিজনেস আওয়ার/১৫ জুন, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: