স্পোর্টস ডেস্ক : করোনা পরিস্থিতির মধ্যে এশিয়া কাপ নিয়ে চলছে নানা গুঞ্জন। শোনা গিয়েছিল, আইপিএলের জন্য এশিয়া কাপ চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই বাতিল হতে পারে এবারের আসরটি। তবে আয়োজক দেশ পাকিস্তান উড়িয়ে দিলো এমন তথ্য।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান জোর দিয়েই বলেছেন, এশিয়া কাপ যথারীতি অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরাতে যেখানেই হোক, এশিয়া কাপ হবে। পাকিস্তান ইংল্যান্ড সফর শেষে ফিরবে ২ সেপ্টেম্বর। সে হিসেবে আমরা সেপ্টেম্বর অথবা অক্টোবরেই তা আয়োজন করতে পারি।
ভেন্যু নিয়ে কিছুট জটিলতা যে রয়েছে, তা স্বীকার করে ওয়াসিম খান বলেন, বেশ কিছু বিষয় আছে যেগুলো হয়তো দ্রুতই পরিষ্কার হয়ে যাবে। আমরা এশিয়া কাপ নিয়ে আশাবাদী কারণ, শ্রীলঙ্কায় করোনার সংক্রমণ সেভাবে হয়নি। তবে তারা যদি করতে না পারে, সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত তো আছেই।
বিজনেস আওয়ার/২৪ জুন, ২০২০/এ