বিনোদন ডেস্ক : আজ থেকে প্রায় সাড়ে চার বছর আগে মারা যান অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। তবে রেখে গেছেন তাঁর অভিনয়ের স্বাক্ষর। তাঁর অভিনীত বেশ কিছু চলচ্চিত্র এখনো মুক্তি পায়নি, সেসবের শুট তিনি শেষ করতে পেরেছিলেন।
আগামী সোমবার (২৯ জুন) সেন্সর বোর্ডে জমা পড়ছে দিতি অভিনীত চলচ্চিত্র ‘এ দেশ তোমার আমার’। ছবিটি পরিচালনা করেছেন এফ আই মানিক। এ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল ও দিতি।
এ প্রসঙ্গে পরিচালক এফ আই মানিক বলেন, দিতি ও ডিপজল অভিনীত ‘এ দেশ তোমার আমার’ ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। আগামী বৃহস্পতিবার আশা করি সব কাজ শেষ হয়ে যাবে। সোমবার ছবিটি সেন্সরে জমা দেওয়ার পরিকল্পনা করছি।
দিতির প্রশংসা করে মানিক বলেন, দিতি অনেক গুণী ও জনপ্রিয় অভিনেত্রী। যিনি শুধু নিজের কাজ দিয়ে দর্শকহৃদয়ে বেঁচে থাকবেন হাজার বছর। আধুনিক মননের মানুষ ছিলেন। আমাদের ছবিটি দেখলে সবার আবারও মনে পড়বে কতটা শক্তিশালী ছিল তাঁর অভিনয়। সবাই তাঁর জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১৬ সালের ২০ মার্চ শেষ নিশ্বাস ত্যাগ করেন চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি। মা-বাবার কবরের পাশে শেষ ঠিকানা হয় এ চিত্রনায়িকার। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দিয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁর মরদেহ।
বিজনেস আওয়ার/২৪ জুন, ২০২০/এ