ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে ঋণ দিয়ে বাড়তি লাভ পাওয়া যাবে : অর্থমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • 51

বিজনেস আওয়ার প্রতিবেদক : শ্রীলঙ্কাকে ঋণ দিয়ে বাড়তি লাভ পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (১৬ জুন) দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, আমরা যদি কাউকে ঋণ দেই, সারা বাংলাদেশের মানুষ সেটা জানতে পারবে। আমরা যেমন নিতে পারি তেমন দিতেও পারি। আমি বলেছিলাম, আমরা যেহেতু ঋণ নিয়েছি, আমরা ঋণ দেবো। আমাদের সক্ষমতা যা আছে, তার মধ্যে থেকে আমরা যদি ঋণ দিতে পারি তবে দেবো।

তিনি আরও বলেন, ঋণ দেয়ার মূল কারণ হলো, তাদের সঙ্গে সম্পর্ক বিল্ডআপ করা এবং যে টাকা ঋণ দিচ্ছি তার চেয়ে ভালো রিটার্ন আমরা পাবো। আমরা যদি কম্পিটিটিভ ভালো রিটার্ন পাই তাহলে কেন ঋণ দেবো না? এই টাকা দিয়ে যদি বাড়তি কোনো লাভ পাই এবং প্রতিবেশী দেশকে সহযোগিতা করতে পারি, সেটা ভালো।’

সরকারি দলের এমপি বলেছেন, সংসদে হ্যাঁ/না ছাড়া বাজেটে তাদের অংশগ্রহণ সীমাবদ্ধ হয়ে গেছে, এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, কোনো বিল থাকলে তার বিষয়ে হ্যাঁ বা না এর মাধ্যমে মতামত দিতে পারেন। আর যদি কেউ কথা বলতে চান সেই সুযোগও থাকে, সবাই সেই সুযোগ পান। আমি জানি না মাননীয় সদস্যের আপত্তিটা কোথায়।

বিজনেস আওয়ার/১৬ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শ্রীলঙ্কাকে ঋণ দিয়ে বাড়তি লাভ পাওয়া যাবে : অর্থমন্ত্রী

পোস্ট হয়েছে : ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : শ্রীলঙ্কাকে ঋণ দিয়ে বাড়তি লাভ পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (১৬ জুন) দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, আমরা যদি কাউকে ঋণ দেই, সারা বাংলাদেশের মানুষ সেটা জানতে পারবে। আমরা যেমন নিতে পারি তেমন দিতেও পারি। আমি বলেছিলাম, আমরা যেহেতু ঋণ নিয়েছি, আমরা ঋণ দেবো। আমাদের সক্ষমতা যা আছে, তার মধ্যে থেকে আমরা যদি ঋণ দিতে পারি তবে দেবো।

তিনি আরও বলেন, ঋণ দেয়ার মূল কারণ হলো, তাদের সঙ্গে সম্পর্ক বিল্ডআপ করা এবং যে টাকা ঋণ দিচ্ছি তার চেয়ে ভালো রিটার্ন আমরা পাবো। আমরা যদি কম্পিটিটিভ ভালো রিটার্ন পাই তাহলে কেন ঋণ দেবো না? এই টাকা দিয়ে যদি বাড়তি কোনো লাভ পাই এবং প্রতিবেশী দেশকে সহযোগিতা করতে পারি, সেটা ভালো।’

সরকারি দলের এমপি বলেছেন, সংসদে হ্যাঁ/না ছাড়া বাজেটে তাদের অংশগ্রহণ সীমাবদ্ধ হয়ে গেছে, এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, কোনো বিল থাকলে তার বিষয়ে হ্যাঁ বা না এর মাধ্যমে মতামত দিতে পারেন। আর যদি কেউ কথা বলতে চান সেই সুযোগও থাকে, সবাই সেই সুযোগ পান। আমি জানি না মাননীয় সদস্যের আপত্তিটা কোথায়।

বিজনেস আওয়ার/১৬ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: