বিজনেস আওয়ার প্রতিবেদক : উয়েফা ইউরো-২০২০ এর শেষ ষোলো সবার আগে নিশ্চিত করেছে ইতালি। বুধবার (১৬ জুন) দিবাগত রাতে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট পায় তারা।
সুইজারল্যান্ডের বিপক্ষে রোমের স্টাডিও অলিম্পিকোতে ম্যাচের ২০ মিনিটেই জালের নাগাল পেয়েছিল ইতালি। এ সময় জর্জিও কিয়েলিনি কর্নার কিক থেকে উড়ে আসা বল থেকে গোল করেন। কিন্তু সেটি হ্যান্ডবলের কারণে বাতিল হয়।
২৬ মিনিটের মাথায় লোকতেলি গোল করে এগিয়ে নেন দলকে। এ সময় ডানদিক থেকে ক্রসে ডি বক্সের মধ্যে লোকাতেলিকে বল বাড়িয়ে দেন ডমোনিকো বারার্দি। বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে জালে জড়ান তিনি।
বিরতির পর লোকাতেলি নিজের জোড়া গোল পূর্ণ করেন। এ সময় ডানদিক থেকে ডি বক্সের বাইরে থাকা লোকাতেলি সতীর্থের কাছ থেকে বল পেয়ে যান। বল পেয়েই শট নেন। সুইজারল্যান্ডের রক্ষণভাগের দুইজন খেলোয়াড়ের মাঝখান দিয়ে বল জালে জড়ায়। ইতালি এগিয়ে যায় ২-০ গোলে।
৮৯ মিনিটে সু্ইজারল্যান্ডের পরাজয়ের কফিনে শেষ পেরেকটু ঠুকেন কিরো ইম্বোবিল। তার গোলে ভর করে ৩-০ ব্যবধানের জয়ে শেষ ষোলো নিশ্চিত করে মাঠ ছাড়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে রোববার ওয়েলসের মুখোমুখি হবে রবার্তো মানচিনির শিষ্যরা। আর তুরস্কের মুখোমুখি হবে সুইজারল্যান্ড।
বিজনেস আওয়ার/১৭ জুন, ২০২১কমা