বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃত ১০ জনের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন এবং নওগাঁর একজন রয়েছেন। মৃতদের মধ্যে তিনজন রোগী করোনা পজিটিভ ছিলেন। আর সাতজন উপসর্গে মারা গেছেন।
বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৫৮ রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৪ জন। হাসপাতালের করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ২৭১টি।
বিজনেস আওয়ার/১৭ জুন, ২০২১/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: