ঢাকা , শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

শীর্ষে থেকেই সুপার লিগে প্রাইম ব্যাংক

  • পোস্ট হয়েছে : ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • 11

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লীগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের জয়রথ ছুটেই চলেছে। প্রথম পর্বের শেষ রাউন্ডে খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে সহজ জয় পেল দলটি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রনি তালুকদারের ঝড়ো ইনিংসে ৫ উইকেটে জিতেছে তারা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৮ রান করে খেলাঘর। বৃষ্টি আইনে প্রাইম ব্যাংকের লক্ষ্য বেড়ে দাঁড়ায় ১০ ওভারে ৭৪ রানের রনির ঝড়ের সুবাদে ৫ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছে তারা।

রান তাড়া করতে নেমে একপ্রান্তে টেস্ট মেজাজে খেলেছেন তামিম ইকবাল। কিন্তু অন্যপ্রান্তে ঝড় বইয়ে দিয়েছেন রনি। ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে মাত্র ১৯ বলে করেছেন ৩৯ রান। যেখানে ছিল ৭ চার ও ১টি ছয়ের মার।

রনির সুবাদে ৫ ওভারেই ৪৮ রান করে ফেলে প্রাইম ব্যাংক। বাকি ২৬ রান করতে হাতে ছিল ৫ ওভার। যা ধীরেসুস্থেই করে তারা। তামিম ইকবাল ১৩ বলে ৯ ও অধিনায়ক এনামুল বিজয় করেন ১৭ বলে ১৬ রান।

এর আগে খেলাঘরের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন সাদিকুর রহমান। রাফসান আল মাহমুদ করেন ১০ রান। প্রাইম ব্যাংকের পক্ষে ২ উইকেট নেন নাহিদুল ইসলাম।

প্রথম পর্বের ১১ ম্যাচ শেষে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে থেকেই সুপার লিগের খেলা শুরু করবে প্রাইম ব্যাংক। দুইয়ে থাকা প্রাইম দোলেশ্বরের সংগ্রহ ১১ ম্যাচে ১৬ পয়েন্ট। খেলাঘর ১১ ম্যাচে পেয়েছে ৮ পয়েন্ট।

বিজনেস আওয়ার/১৭ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শীর্ষে থেকেই সুপার লিগে প্রাইম ব্যাংক

পোস্ট হয়েছে : ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লীগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের জয়রথ ছুটেই চলেছে। প্রথম পর্বের শেষ রাউন্ডে খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে সহজ জয় পেল দলটি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রনি তালুকদারের ঝড়ো ইনিংসে ৫ উইকেটে জিতেছে তারা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৮ রান করে খেলাঘর। বৃষ্টি আইনে প্রাইম ব্যাংকের লক্ষ্য বেড়ে দাঁড়ায় ১০ ওভারে ৭৪ রানের রনির ঝড়ের সুবাদে ৫ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছে তারা।

রান তাড়া করতে নেমে একপ্রান্তে টেস্ট মেজাজে খেলেছেন তামিম ইকবাল। কিন্তু অন্যপ্রান্তে ঝড় বইয়ে দিয়েছেন রনি। ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে মাত্র ১৯ বলে করেছেন ৩৯ রান। যেখানে ছিল ৭ চার ও ১টি ছয়ের মার।

রনির সুবাদে ৫ ওভারেই ৪৮ রান করে ফেলে প্রাইম ব্যাংক। বাকি ২৬ রান করতে হাতে ছিল ৫ ওভার। যা ধীরেসুস্থেই করে তারা। তামিম ইকবাল ১৩ বলে ৯ ও অধিনায়ক এনামুল বিজয় করেন ১৭ বলে ১৬ রান।

এর আগে খেলাঘরের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন সাদিকুর রহমান। রাফসান আল মাহমুদ করেন ১০ রান। প্রাইম ব্যাংকের পক্ষে ২ উইকেট নেন নাহিদুল ইসলাম।

প্রথম পর্বের ১১ ম্যাচ শেষে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে থেকেই সুপার লিগের খেলা শুরু করবে প্রাইম ব্যাংক। দুইয়ে থাকা প্রাইম দোলেশ্বরের সংগ্রহ ১১ ম্যাচে ১৬ পয়েন্ট। খেলাঘর ১১ ম্যাচে পেয়েছে ৮ পয়েন্ট।

বিজনেস আওয়ার/১৭ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: