ঢাকা , শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বেতন বাড়ছে ক্রিকেটারদের

  • পোস্ট হয়েছে : ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • 10

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়ছে। বৃহস্পতিবার (১৭ জুন) কেন্দ্রীয় চুক্তির সবশেষ তথ্য জানাতে গিয়ে আকরাম খান এ তথ্য জানান।

তিনি বলেন, বোর্ড সভার পর আমরা নির্বাচকদের সাথে বসে যেগুলো জানার ছিল তো আমরা ওটা জেনেছি। আমরা দুই একদিনের মধ্যে খেলোয়াড়দের চিঠিটা পাঠিয়ে দিচ্ছি। ওরা কোন ফরম্যাটে খেলতে আগ্রহী। সেটা আসার সাথে সাথেই চুক্তিটা চূড়ান্ত করে ফেলবো।

সঙ্গে আরও যোগ করেন আকরাম, এই পরিস্থিতিতে অন্য বোর্ডে খেলোয়াড় বলেন স্টাফ বলেন বেতন কমাচ্ছে। সেখানে আমি মাননীয় বোর্ড সভাপতিকে অনুরোধ করেছি বেতনটা ১০-২০ শতাংশ বাড়ানোর জন্য।

২০১৯ সালে বোর্ডের বিপক্ষে নামা আন্দোলনে ১৩ দফার মধ্যে ষষ্ঠ দফা ছিল, চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা বাড়াতে হবে। যেখানে অন্তত ৩০ জন রাখার কথা জানিয়েছিলেন খেলোয়াড়রা। পাশাপাশি চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছিল।

আকরাম জানান, করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে বেতন কমলেও আগের বেতনের থেকে এবার অন্তত ১০ থেকে ২০ শতাংশ বেতন বাড়ছে সাকিব আল হাসান, তামিম ইকবালদের।

বিজনেস আওয়ার/১৭ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বেতন বাড়ছে ক্রিকেটারদের

পোস্ট হয়েছে : ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়ছে। বৃহস্পতিবার (১৭ জুন) কেন্দ্রীয় চুক্তির সবশেষ তথ্য জানাতে গিয়ে আকরাম খান এ তথ্য জানান।

তিনি বলেন, বোর্ড সভার পর আমরা নির্বাচকদের সাথে বসে যেগুলো জানার ছিল তো আমরা ওটা জেনেছি। আমরা দুই একদিনের মধ্যে খেলোয়াড়দের চিঠিটা পাঠিয়ে দিচ্ছি। ওরা কোন ফরম্যাটে খেলতে আগ্রহী। সেটা আসার সাথে সাথেই চুক্তিটা চূড়ান্ত করে ফেলবো।

সঙ্গে আরও যোগ করেন আকরাম, এই পরিস্থিতিতে অন্য বোর্ডে খেলোয়াড় বলেন স্টাফ বলেন বেতন কমাচ্ছে। সেখানে আমি মাননীয় বোর্ড সভাপতিকে অনুরোধ করেছি বেতনটা ১০-২০ শতাংশ বাড়ানোর জন্য।

২০১৯ সালে বোর্ডের বিপক্ষে নামা আন্দোলনে ১৩ দফার মধ্যে ষষ্ঠ দফা ছিল, চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা বাড়াতে হবে। যেখানে অন্তত ৩০ জন রাখার কথা জানিয়েছিলেন খেলোয়াড়রা। পাশাপাশি চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছিল।

আকরাম জানান, করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে বেতন কমলেও আগের বেতনের থেকে এবার অন্তত ১০ থেকে ২০ শতাংশ বেতন বাড়ছে সাকিব আল হাসান, তামিম ইকবালদের।

বিজনেস আওয়ার/১৭ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: