বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ সম্প্রতি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এ সিরিজে ‘সাবিলা’ চরিত্রে অভিনয় করেছেন ফারিণ। আর এই চরিত্রের জন্য নাকি নয় কোজি ওজন বাড়িয়েছেন তিনি।
এ প্রসঙ্গে ফারিণ বলেন, সাবিলা ২৬-২৭ বছরের একজন কর্মজীবী নারী। সে কর্মক্ষেত্রে নিপীড়নের শিকার হয়। নারী সহকর্মীরাও তাকে বিভিন্নভাবে নিপীড়ন করে। এ চরিত্রের যে লাইফস্টাইল তার সঙ্গে আমি অভ্যস্ত ছিলাম না। সাবিলাকে আমার ভেতর ধারণ করতে হয়েছে। সাবিলা হওয়ার জন্য আমাকে নয় কেজি ওজন বাড়াতে হয়েছে।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী প্রসঙ্গে তাসনিফা ফারিণ বলেন, ফারুকী ভাইয়ের জীবনযাপন ও দর্শন খুবই পোয়েটিক। অসাধারণ মানবিক গুণাবলিসম্পন্ন একজন মানুষ।
৯ জুলাই জি ফাইভে মুক্তি পাবে ওয়েব সিরিজটি। এর মুখ্য চরিত্রে আছেন আফজাল হোসেন ও তাসনিয়া ফারিণ। এ ছাড়া আরও অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, ইরেশ যাকের, মুকিত জাকারিয়া, পাভেল আরিন, মারিয়া নূর প্রমুখ। ৮ পর্বের সিরিজটিতে নারী-পুরুষের সম্পর্কের জটিলতা, সমাজে নারীবিদ্বেষের মতো বিষয়গুলো উঠে এসেছে।
বিজনেস আওয়ার/১৭ জুন, ২০২১/এ