বিজনেস আওয়ার প্রতিবেদক (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে। একই সময়ে আরও ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল বুধবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ আরও ১৩১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করে। এতে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- দামুড়াহুদার গার্লস স্কুলপাড়ার আছিয়া খাতুন, দশমি পাড়ার সখিনা খাতুন এবং বিষ্ণুপুর গ্রামের রুবি খাতুন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের কাছে বুধবার রাতে ১২৮ জনের করোনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ৫৯ জনের করোনা পজিটিভ হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৪৬ দশমিক শূন্য ৯ শতাংশ। সপ্তাহজুড়ে শনাক্তের হার ৪৫ দশমিক ৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ভাইরাস থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন আরও ৪০ জন।
বিজনেস আওয়ার/১৭ জুন, ২০২১/এ