1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে চার কোটি টাকা উধাও
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে চার কোটি টাকা উধাও

  • পোস্ট হয়েছে : শুক্রবার, ১৮ জুন, ২০২১
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা উধাও এর অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ জুন) সকালে বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

ওসি আবুল খায়ের বলেন, ব্যাংকের ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা ওই ব্যাংকের শাখা ম্যানেজার সরিয়ে নিয়েছেন বলে কর্তৃপক্ষ অভিযোগ করেছে। আমরা দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ইমরান ও রিফাত নামে দুজনকে আটক করা হয়েছে। ব্যাংক শাখাটির ইন্টারনাল অডিটে টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে।

ওসি জানান, তাদের কাছ থেকে প্রাথমিক তথ্য নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর পরে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে মামলা হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার (১৭ জুন) রাতে মূলত অডিটের সময় টাকা উদ্ধারের বিষয়টি ধরা পড়ে। এরপর ব্যাংক কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। টাকা উধাও এর বিষয়টি নিশ্চিত হতে ওই ব্যাংকের সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

বিজনেস আওয়ার/১৮ জুন, ২০২১/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ