স্পোর্টস ডেস্ক : করোনায় অর্থনৈতিক মন্দার মধ্যে থাকা বার্সেলোনা চলতি মৌসুমে সাড়ে চারশ কোটি টাকা মূল্যমানের সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মেম্ফিস ডিপাইকে এবার দলে ভিড়িয়েছে বিনামূল্যেই। গতকাল শনিবার রাতে এক বিবৃতিতে ক্লাবটি জানিয়ে দিয়েছে, ২৭ বছর বয়সী ডিপাইকে তারা পেয়ে গেছে বিনামূল্যেই।
ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর তারকা ফরোয়ার্ড নতুন করে কোনো চুক্তি করেননি ফরাসি ক্লাবটির সঙ্গে। চলতি মাসের শেষেই তার সঙ্গে লিওঁর সম্পর্ক শেষ। ফলে এরপরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। যার ফলে তাকে দলে ভেড়াতে ফরাসি ক্লাবকে কোনো টাকা দিতে হচ্ছে না বার্সেলোনার।
গেল বছর ডাচ কোচ রোনাল্ড কোম্যান দলের দায়িত্বে আসার পরই একবার তাকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল বার্সেলোনা। তবে লিওঁ তাকে ছাড়তে চায়নি। অবশেষে সব বাধা দূর হয়ে গেছে তার চুক্তি শেষ হতে চলায়। ডিপাইয়ের সঙ্গে সব ধরণের মৌখিক সম্মতির কাজ শেষ, আনুষ্ঠানিকভাবে ফ্রি এজেন্ট হয়ে গেলেই তাকে সই করিয়ে ফেলবে বার্সেলোনা।
বিজনেস আওয়ার/২০ জুন, ২০২১/এ