স্পোর্টস ডেস্ক : নতুন এক রেকর্ডে নাম লেখালেন দেশের নারী ফুটবলে গোলমেশিন হিসেবে পরিচিত সাবিনা খাতুন। রোববার দুপুরে রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সদ্যপুষ্কুরণী স্পোর্টিং ক্লাবের বিপক্ষে হ্যাটট্রিকের মাধ্যমে প্রথম নারী ফুটবলার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে গোলের সেঞ্চুরি তথা ১০০ গোল করেন সাবিনা।
সাবিনা ম্যাচটি শুরু করেছিলেন ৯৮ গোলে বসে। ম্যাচের প্রথমার্ধে দুই গোল করে শততম গোল পূরণ করেন তিনি। পরে দ্বিতীয়ার্ধে আরেক গোলের মাধ্যমে হ্যাটট্রিক করে নিজের রেকর্ড বাড়িয়ে ১০১ গোলে নিয়ে যান তিনি। সাবিনা এ রেকর্ডটি গড়েছেন জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রাব্বানি ছোটনের সামনেই।
প্রিমিয়ার লিগের মাত্র চার মৌসুমেই একশ গোলের অনন্য রেকর্ডটি করেছেন সাবিনা। ২০১১ সালের আসরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ২৫ গোলের মাধ্যমে যাত্রা শুরু করেন তিনি। এরপর ২০১৩ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে করেন ২৮ গোল।
বিজনেস আওয়ার/২০ জুন, ২০২১/এ