ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কলম্বিয়ার আত্মঘাতীতে এগিয়ে পেরু

  • পোস্ট হয়েছে : ০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
  • 40

বিজনেস আওয়ার ডেস্ক : দক্ষিণ আমেরিকার ফুটবল ঐতিহ্যে কলম্বিয়ার চেয়ে পিছিয়ে থেকেও ২-১ গোলে দেশটিকে হারিয়েছে পেরু। শুরুতে গোল হজম করলেও, দ্বিতীয়ার্ধে তা শোধ করে লড়াইয়ে ফিরেছিল কলম্বিয়া। কিন্তু আত্মঘাতী গোলের কারণে শেষ হয়ে যায় সকল আশা।

প্রথমার্ধের ১৭ মিনিটে সের্হিও পেনার গোলে এগিয়ে যায় পেরু। বিরতির পর ৫৩ মিনিটে পেনাল্টি পায় কলম্বিয়া। স্পটকিক থেকে গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান মিগুয়েল বোর্হা। কিন্তু তাদের দূভার্গ্য কর্নার থেকে আসা বল ‘ক্লিয়ার’ করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান ইয়েরি মিনা। এভারটন ডিফেন্ডারের এই আত্মঘাতী গোল গড়ে দেয় ম্যাচের ভাগ্য।

পেরুর বিপক্ষে আগের ১০ বারের মুখোমুখিতে কোনো ম্যাচ হারেনি কলম্বিয়া। হজম করেছে মাত্র ২ গোল। শেষ তিনবারের মুখোমুখিতে কলম্বিয়ার ৭ গোলই বুঝিয়ে দেয় শক্তিতে পেরু তাদের চেয়ে বেশ পিছিয়ে। কিন্তু রিকার্ডো গারেকার এই দলটাই আজ স্মরণীয় এক জয় তুলে নিল কলম্বিয়ার বিপক্ষে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ করেছে পেরু। কলম্বিয়ার গোলপোস্টে কয়েকটি শটের ধারাবাহিকতায় তারা গোল পায় ১৭ মিনিটে। সতীর্থের শট কলম্বিয়া গোলকিপার ডেভিড ওসপিনাকে ফাঁকি দিয়ে আঘাত হানে গোলপোস্টে। ফিরতি বলে শট নিয়ে গোল করেন পেনা।

বিরতির পর দ্বিতীয়ার্ধের ৮ মিনিটের মাথায় সমতায়সূচক গোল পায় কলম্বিয়া। ম্যাচ ১-১ গোলে সমতায় থাকতে দুই দলই একে অপরের ওপর চড়াও হয়েছে।

৬৪ মিনিটে দূভার্গ্যজনকভাবে গোল হজম করে কলম্বিয়া। কর্নার পেয়েছিল পেরু। সেখান থেকে উড়ে আসা বল জটলার মধ্যে ‘ক্লিয়ার’ করতে যান মিনা। বলটা তাঁর বুকে লেগে আশ্রয় নেয় কলম্বিয়ার জালে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি কলম্বিয়া।

ম্যাচে ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে ১২টি শট নিয়েও জয় তুলে নিতে পারেননি কুয়াদ্রাদো-মিনারা। অন্যদিকে ১০টি শটের মধ্যে একটিতে গোল এবং অন্যটিতে ভাগ্যের সহায়তা পেয়ে জয় তুলে নেয় পেরু।

এই জয়ে ‘বি’ গ্রুপে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এল পেরু। তাদের সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

বিজনেস আওয়ার/২১ জুন, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কলম্বিয়ার আত্মঘাতীতে এগিয়ে পেরু

পোস্ট হয়েছে : ০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১

বিজনেস আওয়ার ডেস্ক : দক্ষিণ আমেরিকার ফুটবল ঐতিহ্যে কলম্বিয়ার চেয়ে পিছিয়ে থেকেও ২-১ গোলে দেশটিকে হারিয়েছে পেরু। শুরুতে গোল হজম করলেও, দ্বিতীয়ার্ধে তা শোধ করে লড়াইয়ে ফিরেছিল কলম্বিয়া। কিন্তু আত্মঘাতী গোলের কারণে শেষ হয়ে যায় সকল আশা।

প্রথমার্ধের ১৭ মিনিটে সের্হিও পেনার গোলে এগিয়ে যায় পেরু। বিরতির পর ৫৩ মিনিটে পেনাল্টি পায় কলম্বিয়া। স্পটকিক থেকে গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান মিগুয়েল বোর্হা। কিন্তু তাদের দূভার্গ্য কর্নার থেকে আসা বল ‘ক্লিয়ার’ করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান ইয়েরি মিনা। এভারটন ডিফেন্ডারের এই আত্মঘাতী গোল গড়ে দেয় ম্যাচের ভাগ্য।

পেরুর বিপক্ষে আগের ১০ বারের মুখোমুখিতে কোনো ম্যাচ হারেনি কলম্বিয়া। হজম করেছে মাত্র ২ গোল। শেষ তিনবারের মুখোমুখিতে কলম্বিয়ার ৭ গোলই বুঝিয়ে দেয় শক্তিতে পেরু তাদের চেয়ে বেশ পিছিয়ে। কিন্তু রিকার্ডো গারেকার এই দলটাই আজ স্মরণীয় এক জয় তুলে নিল কলম্বিয়ার বিপক্ষে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ করেছে পেরু। কলম্বিয়ার গোলপোস্টে কয়েকটি শটের ধারাবাহিকতায় তারা গোল পায় ১৭ মিনিটে। সতীর্থের শট কলম্বিয়া গোলকিপার ডেভিড ওসপিনাকে ফাঁকি দিয়ে আঘাত হানে গোলপোস্টে। ফিরতি বলে শট নিয়ে গোল করেন পেনা।

বিরতির পর দ্বিতীয়ার্ধের ৮ মিনিটের মাথায় সমতায়সূচক গোল পায় কলম্বিয়া। ম্যাচ ১-১ গোলে সমতায় থাকতে দুই দলই একে অপরের ওপর চড়াও হয়েছে।

৬৪ মিনিটে দূভার্গ্যজনকভাবে গোল হজম করে কলম্বিয়া। কর্নার পেয়েছিল পেরু। সেখান থেকে উড়ে আসা বল জটলার মধ্যে ‘ক্লিয়ার’ করতে যান মিনা। বলটা তাঁর বুকে লেগে আশ্রয় নেয় কলম্বিয়ার জালে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি কলম্বিয়া।

ম্যাচে ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে ১২টি শট নিয়েও জয় তুলে নিতে পারেননি কুয়াদ্রাদো-মিনারা। অন্যদিকে ১০টি শটের মধ্যে একটিতে গোল এবং অন্যটিতে ভাগ্যের সহায়তা পেয়ে জয় তুলে নেয় পেরু।

এই জয়ে ‘বি’ গ্রুপে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এল পেরু। তাদের সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

বিজনেস আওয়ার/২১ জুন, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: