বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সফটওয়্যার ত্রুটির কারণে ভোগান্তিতে পড়েছেন বিনিয়োগকারীরা। এতে করে ক্ষতির মুখেও পড়তে হচ্ছে তাদের।
জানা গেছে, লেনদেনের শেষ ১৫ মিনিট ডিএসইর সফটওয়্যারে ত্রুটি দেখা দেয়। এই সময় অনেক বিনিয়োগকারীর শেয়ারের ক্রয় ও বিক্রয় আদেশ কার্যকর হয়নি। এতে করে শেয়ার বিক্রি করে মুনাফা তুলতে পারেনি তারা। একইভাবে সাধ্যের মধ্যে ক্রয়ের আদেশ দেয়া শেয়ার পায়নি অনেক বিনিয়োগকারী। এতে উভয় পক্ষের অর্থাৎ শেয়ারের ক্রয় এবং বিক্রয় আদেশ দেয়া বিনিয়োগকারীর ক্ষতির মুখে পড়ে।
ব্র্যাক ইপিএল ব্রোকারেজ হাউজের এক বিনিয়োগকারী অভিযোগ করে বিজনেস আওয়ারকে বলেন, গত কয়েকদিন ধরে শেষের ১০-১৫ মিনিট লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। ওইসময়টুকুতে ঠিকমতো ক্রয় ও বিক্রয় আদেশ কার্যকর হচ্ছে না।
তবে ডিএসইর সফটওয়্যার ত্রুটি দীর্ঘদিনের। এ নিয়ে কয়েক দফায় কমিশন থেকেও ডিএসইকে ডাকা হয়েছে। এমনকি সমস্যা অনুসন্ধানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি তদন্ত কমিটি পর্যন্ত গঠন করেছিল।
বিজনেস আওয়ার/২১ জুন, ২০২১/এ